গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
পুলিশি হামলায় ক্ষতিগ্রস্ত নয়াপল্টনে বিএনপির কার্যালয় পরিদর্শনে যাবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
তিনি মঙ্গলবার সকাল পৌণে ১১টায় নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে যাবেন। এসময় তার সঙ্গে এলডিপির সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।
সোমবার রাতে এলডিপির পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামলা চালিয়ে বিএনপি কার্যালয় লণ্ডভণ্ড করার ঘটনায় এক বিবৃতিতে কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেন, বিএনপির কার্যালয়ে যারা হামলা করেছে তাদের আইনের আওতায় আনা হবে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ম্যুরাল যারা ভেঙেছে তাদের বিচার এ বাংলার মাটিতেই হবে। আমি বিএনপির কার্যালয়ে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।