অ্যান্তনিও মাতেও লাহোজ।স্প্যানিশ এই রেফারিকে ফুটবল ভক্তরা সহজে ভোলার কথা নয়।আর্জেন্টিনার সমর্থক হলে তো কথায় নেই।আলবিসেলেস্তে ভক্তদের কাছে তার দলের শেষ ম্যাচে তার আম্পায়ারিং মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ।
কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডস-আর্জেন্টিনার ম্যাচে কার্ড দেখানোর নেশা পেয়ে বসেছিল এই রেফারির।লিওনেল মেসি,মন্টিয়াল, আকুনাদের কার্ড দেখিয়ে গেছেন মুড়ি মুড়কির মত।কোয়ার্টার ফাইনালের সেই ম্যাচটিতে মোট ১৮টি কার্ড দেখিয়েছেন স্প্যানিশ এই রেফারি। বিশ্বকাপ ইতিহাসে এটিই এক ম্যাচে সর্বোচ্চ কার্ড দেখানোর রেকর্ড।
লুসাইল স্টেডিয়ামের সেদিনের ম্যাচটিতে এর মধ্যে খেলোয়াড়দের কার্ড দেখানো হয়েছে ১৬টি। আর্জেন্টিনার খেলোয়াড়দের ৮টি, নেদারল্যান্ডস খেলোয়াড়দের ৮টি। এর মধ্যে ডাচ ডিফেন্ডার ডেনজেল ডামফ্রিস টাইব্রেকারের পর দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড পান।তার কার্ডকান্ডে বাদ যাননি কোচিং স্টাফরাও। হলুদ কার্ড দেখেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি ও তাঁর সহকারী ওয়াল্টার স্যামুয়েলও।
সেই ম্যাচ জয়ের মেসিরা প্রকাশ্যেই স্প্যানিশ রেফারির সমালোচনা করেছেন।তাতে যোগ দিয়েছেন ফুটবল বিশ্বের অনেক বর্তমান সাবেক তারকারাও।মেসি তার প্রতিক্রিয়া জানিয়ে দেবেন ফিফাকে ‘বড় ম্যাচে এ ধরনের রেফারিকে দায়িত্ব না দেওয়া’র অনুরোধ জানিয়েছেন।
চারদিক থেকে ধেয়ে আসা সমালোচনার মুখে অবশেষে মাতেহ লাওজের বিপক্ষে ব্যবস্থা নিল ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা।বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলো পরিচালনা করা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এর আগে আর্জেন্টিনার ফুটবলার ফেডারেশনের পক্ষ আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয় ফিফার কাছে রেফারির বিরুদ্ধে। শনিবার ফিফার শৃঙ্খলা কমিটি এটি নিয়ে বৈঠক করে সিদ্ধান্তে উপনীত হয় যে, বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলো থেকে অব্যাহতি দেয়া হচ্ছে ম্যাতেও লাহোজকে।