Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন বলে খেলা হবে সেমিফাইনাল-ফাইনাল

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০২২, ১১:০১ এএম

ফুটবল বিশ্বকাপ শেষ পর্যায়ে। বাকি আর মাত্র এক সপ্তাহ এবং চারটি ম্যাচে। দু’টি সেমিফাইনাল, তৃতীয় স্থানের ম্যাচ এবং ফাইনাল খেলা হবে নতুন বলে।

ফিফার ওয়েবসাইট জানিয়েছে, বলের কাঠামো বা অন্য কোনও ব্যাপারে বদল আনা হয়নি। শুধু নকশায় সামান্য বদল এসেছে।

শেষ চারটি ম্যাচের বলে সোনালি আভা দেখতে পাওয়া যাবে। নতুন বলের নাম দেওয়া হয়েছে ‘আল হিম’, যার অর্থ স্বপ্ন।

প্রতি বার শেষ দিকের ম্যাচগুলিতে বলের নকশা পাল্টায় ফিফা। এ বারও তার ব্যতিক্রম নয়। বিশ্বকাপের বলে এ বার ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি।

‘আল রিহলা’ নামের সেই বলের ভেতরে রয়েছে সেন্সর, যা প্রচুর তথ্য সরবরাহ করছে ম্যাচের প্রতিটি মুহূর্তে। সেসবের কোনও বদল হচ্ছে না।

ভোরের দিকে বা বিকেলে মরুভূমির যে রঙ দেখা যায়, তার আভা দেখতে পাওয়া যাবে এই বলে। রয়েছে কাতারের পতাকার নকশাও। বিশ্বকাপের ট্রফির রঙও সেখানে দেখা যাবে।

বিশ্বকাপের বলে অত্যাধুনিক প্রযুক্তি থাকায় এবার অনেক সুবিধা হয়েছে। কঠিন অফসাইডের সিদ্ধান্তও বলের থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে সহজেই দেওয়া যাচ্ছে।

এই বলকে মোবাইল, ল্যাপটপের মতো চার্জ দিতে হয় ম্যাচের আগে। বল নিয়ে এখনও পর্যন্ত কোনও অভিযোগ পাওয়া যায়নি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাতারবিশ্বকাপ২০২২

২৩ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ