Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মরক্কো রূপকথা ছুঁয়েছে বিশ্বনেতাদেরও

‘দিস টাইম ফর আফ্রিকা’

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

হাকিম জিয়াশ-আশরাফ হাকিমিরা এখন যেন কেবল মরক্কোর প্রতিনিধিত্ব করছেন না, বিশ্ব মঞ্চে নিজেদের মহাদেশ তো বটেই একই সঙ্গে আরবদেরও যেন প্রতিনিধিত্ব করছেন তারা। কারণটাও আর অজানা নয় কারো। বিশ্বকাপে আফ্রিকার কোনো দলের সেরা সাফল্য ছিল কোয়ার্টার-ফাইনাল। আরব দেশগুলো শেষ ষোলোর গণ্ডিই পার করতে পারেনি কখনও। হাকিমি-জিয়াশদের শেষ চারে যাওয়া তাই দুই দিক থেকেই নতুন ইতিহাস রচনা করেছে। গতপরশু রাতে শেষ আটের লড়াইয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে সেমি-ফাইনালের টিকেট পায় মরক্কো। তাদের জয়ের উচ্ছ্বাস তাই ছড়িয়ে পড়েছে আফ্রিকা ও আরব বিশ্বে, ভাসছে অভিনন্দন জোয়ারে। ঐতিহাসিক এই বিজয়ে লিবিয়া, ইরাক, ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের শাসকদের পাশাপাশি আরব এবং আফ্রিকার রাজনৈতিকরাও ও ক্রীড়াবিদরাও টুইটারে মরক্কোকে শুভেচ্ছা জানিয়েছেন। ফিলিস্তিনের দুই প্রতিদ্বন্দ্বী দল ফাতাহ ও হামাসও অভিনন্দন বার্তা পাঠিয়েছে।

শাদের প্রেসিডেন্ট মাহামাত ইদ্রিস দেবি টুইটারে লিখেছেন, ‘ঐতিহাসিক ও অসামান্য! ২০২২ বিশ্বকাপের সেমি-ফাইনালে অ্যাটলাস লায়ন্সের জায়গা করে নেওয়া সমগ্র আফ্রিকারই সাফল্য। গ্র্যান্ড ফিনালেতে আফ্রিকার প্রতিনিধিদের প্রতি পূর্ণ সমর্থন থাকবে। আফ্রিকা বিশ্ব চ্যাম্পিয়ন, হ্যাঁ তা সম্ভব ইনশাআল্লাহ!’ বাহরাইনের বাদশাহ হামাদ বিন ঈসা আল খলিফা এটিকে ‘দুর্দান্ত এক ঐতিহাসিক আন্তর্জাতিক অর্জন’ উল্লেখ করে মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মেদকে অভিনন্দন জানিয়েছেন। টুইটারে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দুবাইয়ের শাসক মোহাম্মাদ বিন রাশিদ, ‘বিশ্বকাপে মরক্কোর চেয়ে জোরাল কণ্ঠস্বর আর কারও নেই!’ ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মেদ শিয়া আল-সুদানি টুইটে লিখেছেন, ‘আমরা আমাদের ভাইদের আনন্দ ভাগ করে নিচ্ছি।’ ফিলিস্তিনের প্রধানমন্ত্রী শাতায়েহ মরক্কোর সাফল্যকে ‘ঐতিহাসিক’ উল্লেখ করে স্বাগত জানিয়েছেন, ‘আরবরা যখন আনন্দ করে তখন আমরাও আনন্দ করি।’

মরক্কোকে শুভকামনা জানিয়েছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেটার ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। টুইটবার্তায় ইমরান খান লেখেন, ‘ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে পর্তুগালের বিপক্ষে জয়ের জন্য মরক্কোকে অভিনন্দন। প্রথমবার একটি আরব, আফ্রিকান এবং একটি মুসলিম দল ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে। সেমিফাইনাল এবং তারপরও তাদের সাফল্য কামনা করছি।’ পৃথক টুইটে মরক্কোকে শুভেচ্ছা জানিয়েছেন লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুলহামিদ আল-দিবিবাহ ও জর্ডানের যুবরাজ হুসেইন এবং মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়।

কাতার বিশ্বকাপের আগে আফ্রিকার দেশগুলোর বিশ্ব সেরার মঞ্চে সেরা সাফল্য ছিল কোয়ার্টার-ফাইনালে খেলা। তা ছাড়িয়ে যাওয়ায় দলটিকে টুইট করে অভিনন্দন জানিয়েছেন আফ্রিকান ইউনিয়নের সভাপতি মাকি সাল, ‘ঐতিহাসিক! এবং দুর্দান্ত! অ্যাটলাস লায়নরা বিশ্বকাপের সেমি-ফাইনালের খেলার যোগ্যতা অর্জন করেছে! ব্রাভো মরক্কো।’ আফ্রিকান কিংবদন্তি ও আইভরি কোস্টের সাবেক ফরোয়ার্ড দিদিয়ের দ্রগবা টুইটারে লিখেছেন, ‘তারা এটা করতে পেরেছে!!! এই কৃতিত্বের জন্য মরোক্কোকে অভিনন্দন। আফ্রিকা দীর্ঘজীবী হোক।’

এবারের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে আফ্রিকান আরেক দেশ ক্যামেরুন। তবে এই মহাদেশের আরেক দেশের দুর্দান্ত কীর্তিতে খুশি ক্যামেরুন ফুটবল ফেডারেশনের প্রধান ও সাবেক ফরোয়ার্ড সামুয়েল ইতো। টুইটারে লিখেছেন, ‘অবিশ্বাস্য! ...পুরো মহাদেশ আপনাদের জন্য গলা ফাটাচ্ছে।’ মরক্কোকে অভিনন্দন জানানোর তালিকায় আছেন টুইটারের মালিক ইলন মাস্কও। তিনি টুইট করেছেন, ‘অভিনন্দন মরক্কো।’ তাইতো অভিনন্দন জানাতে ভোলেনি আফ্রিকান ফুটবল কনফেডারেশনও। টুইটারে তারা লিখেছে, ‘মহাদেশের ইতিহাস!... অ্যাটলাস লায়ন্সের কী দারুণ একটি অর্জন।’

ম্যাচ দেখে তারকা গায়িকা শাকিরা টুইটারে নিজের বিখ্যাত বিশ্বকাপের থিম সংয়ের একটি লাইন টুইট করেন, ‘দিস টাইম ফর আফ্রিকা’। সত্যিই যদি এমন কিছু ঘটে, খুব কি অবিশ^াস্য ঠেকবে? আগামী বুধবার দ্বিতীয় সেমি-ফাইনালে শিরোপাধারী ফ্রান্সের বিপক্ষে খেলবে মরক্কো।



 

Show all comments
  • Mɗ Iɱʀʌŋ Kʜʌŋ ১২ ডিসেম্বর, ২০২২, ৮:৪৪ এএম says : 1
    মরক্কোর জয় আমরা খুশি কিন্তু কিছু সিদ্ধান্ত পর্তুগালের বিপক্ষে গেছে যেটা বড় ম্যাচে কাম্য নয়
    Total Reply(0) Reply
  • Abul Hossain Ansary ১২ ডিসেম্বর, ২০২২, ৮:৪৪ এএম says : 0
    মরক্কো রাষ্ট্রপ্রধানের প্রতি অসংখ্য ধন্যবাদ জানাই।
    Total Reply(0) Reply
  • Md Babul ১২ ডিসেম্বর, ২০২২, ৮:৪৫ এএম says : 0
    আমরা চাই বাংলাদেশের মতো যেন মরক্কো ভালো খেলবে সামনে বিশ্বকাপে জয় করবে
    Total Reply(0) Reply
  • Sumon Sumon ১২ ডিসেম্বর, ২০২২, ৮:৪৫ এএম says : 0
    একজনকে অবৈধ ভাবে লাল কার্ড দিয়ে মরক্কোকে হারানোর চেষ্টা করা হয়েছে।এতে বোঝা যায় ফিফাও দুর্নিতি মুক্ত নয়!
    Total Reply(0) Reply
  • Jashim Uddin ১২ ডিসেম্বর, ২০২২, ৮:২৪ এএম says : 0
    Congratulation of morocco
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাতারবিশ্বকাপ২০২২

২৩ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ