Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোনালদোর পর্তুগালকে বিদায় করে প্রথমবারের মত সেমিফাইনালে মরোক্কো

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০২২, ১১:১৬ পিএম | আপডেট : ৩:৫১ এএম, ১১ ডিসেম্বর, ২০২২
 
 
৭৪তম মিনিটে রোনালদো যখন মাঠে নামলেন পর্তুগাল তখন ম্যাচে ১-০ ব্যবধানে পিছিয়ে। সিআর সেভেন জানতেন অবশিষ্ট সময়ে গোল না পেলে বিশ্বকাপ ত বটেই,আন্তর্জাতিক ক্যারিয়ারও এখানেই শেষ হয়ে যেতে পারে তার। তাই দলকে উজ্জীবিত করার পাশাপাশি মাঠে নামার পর থেকে প্রাণপণ চেষ্টা করে গেলেন গোলের জন্য। তার সাথে সমানতালে সমতাসূচক গোল খুঁজে গেলেন পেপে, ব্রুনো ফেন্দাদেজ,সিলভারা।তবে মরক্কোর জমাট রক্ষণকে ফাঁকি দিয়ে সেই গোলের দেখা আর পায়নি পর্তুগাল।১-০ ব্যবধানে ঐতিহাসিক এক জয় তুলে নিয়েছে মরক্কো। ফলে আরব দেশটি ইতিহাসে প্রথমবারের মতো উঠে গেল বিশ্বকাপের সেমিফাইনালে। কোন আফ্রিকান দেশেরও এটি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। মরক্কোর খেলোয়াড়রা যে আত্মবিশ্বাসের সাথে ফুটবলটা এই  মুহূর্তে খেলছে,তা অব্যাহত রাখতে পারলে নিজেদের স্বপ্নের চেয়েও বড় অর্জন নিয়ে কাতার বিশ্বকাপ শেষ করতে পারে আফ্রিকান মুসলিম দেশটি।
 
 
 
 
 
 
 
 


 

Show all comments

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাতারবিশ্বকাপ২০২২

২৩ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ