প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
প্রায় দেড় বছর আগে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার বাগদান সম্পন্ন হয়। তার প্রেমিকের সাথেই বাগদান হয়। তখন নুসরাত বলেছিলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন। তবে এখন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হলেও বলছেন, এখন তার বিয়ে করার সময় নেই। আপাতত বিয়ে করছি না। এর কারণ সম্পর্কে তিনি জানান, এখন হাতে অনেক কাজ। বিয়ে করতে সবকিছু গুছিয়ে নিতে ৬-৭ মাস সময় লাগবে। এ সময় আমার হাতে নেই। প্যান্ডামিকের জন্য দুই বছরের মতো পিছিয়ে গিয়েছি। প্যান্ডামিক কাটিয়ে আবার সব কাজ শুরু হচ্ছে৷ তাই আপাতত বিয়ে করছি না। নুসরাত ফারিয়া বলেন, এই মুহূর্তে আমার হাতে অনেক কাজ। অনেকগুলো স্ক্রিপ্ট হাতে আছে। ওটিটি, সিনেমা দুই মিলিয়ে অনেকগুলো কাজ করতে হবে সামনে। তাই কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে। এ নিয়ে চলচ্চিত্রাঙ্গণে প্রশ্ন উঠেছে, বিয়ের চেয়ে কি তার কাছে কাজের গুরুত্ব বেশি? এটা তো জীবনের ব্যাপার? বিয়ে করেও কাজ করা যায়। কেউ কেউ মন্তব্য করেছেন, এটা তার ব্যক্তিগত ব্যাপার। তিনিই তার জীবন সম্পর্কে ভাল জানেন। কখন বিয়ে করবেন, কখন করবেন না, এটা তার একান্ত তার সিদ্ধান্ত। এদিকে বঙ্গবন্ধুর বায়োপিকে নুসরাত শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন। আগামী মাসে সিনেমাটির বাকি অংশের কাজ শেষ হবে। শেখ হাসিনার চরিত্রে অভিনয় করতে পারা ক্যারিয়ারের সেরা অর্জন বলে মনে করেন তিনি। নুসরাত বলেন, এত বড় চরিত্রে অভিনয় করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। শুটিং সেটে আমাকে সবাই হাসিনা বলে ডাকতেন। ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত সবাই আমাকে হাসিনা বলতেন। এজন্য মুম্বাই শুটিং চলাকালীন ফারিয়া নামটা ভুলে গিয়েছিলাম। এদিকে আগামী সপ্তাহে নুসরাত ফারিয়ার গাওয়া তৃতীয় গান ‘হাবিবি’ প্রকাশিত হবে। এটি অ্যারাবিক ফিউশনের গান উল্লেখ করে নুসরাত ফারিয়া বলেন, গানটি অনেকটা আইটেম গানের মতো। মুম্বাইয়ে একটি রাজকীয় মহলে শুটিং হয়েছে। মুম্বাইয়ের একটি টিম গানটিতে কাজ করেছে। কলকাতা থেকে লগ্নি করা হয়েছে এবং বাংলাদেশ থেকে আমি গেয়েছি। পাশাপাশি মিক্সড মাস্টারিং হয়েছে কানাডাতে৷ এখন পর্যন্ত করা আমার সবচেয়ে বিলাশ বহুল গান হচ্ছে হাবিবি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।