পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নানা নাটকীয়তা শেষে অবশেষে ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশের জন্য রাজধানীর গোলাপবাগ মাঠে অনুমতি পেয়েছে বিএনপি। শুক্রবার (০৯ ডিসেম্বর) আগামীকালকের সমাবেশের জন্য রাজধানীর গোলাপবাগ মাঠে অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। বিএনপির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ খবর জানিয়েছেন। আজ শুক্রবার বিকেল ৩টার দিকে ডিবি অফিসের গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ খবর জানান তিনি।
বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল জানান, গোলাপবাগ মাঠ ও আশপাশের এলাকায় তাদের সমাবেশ উপলক্ষে পুলিশ নিরাপত্তা দেবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমরা বলেছি নেতাকর্মীদের মুক্তি দিতে এবং নতুন করে কাউকে গ্রেপ্তার না করতে। পুলিশ বলেছে, মুক্তির বিষয়টি আদালতের মাধ্যমে হবে।'
বিএনপি মহাসচিবের এ আইনজীবী আরও বলেন, 'আমরা আশা করি, বিএনপির মহাসচিব জামিনে মুক্ত হবেন। তিনি আগের সব মামলায় জামিনে রয়েছেন।'
ডা. জাহিদ হোসেন বলেন, আগামীকাল ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশ করার জন্য গোলাপবাগ মাঠের অনুমতি দিয়েছেন। ডিবি প্রধান হারুনুর রশিদ উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমাদের জানিয়েছেন, আপনারা গোলাপবাগ মাঠে সমাবেশ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। সেখানে গণসমাবেশ করার ব্যাপারে সার্বিক সহায়তা, সহযোগিতা ও নিরাপত্তা বিধান করবেন।
তিনি বলেন, কমলাপুর স্টেডিয়াম পরিদর্শনের পর আমরা জানিয়েছিলাম সেখানে করবো না, এরপর গোলাপবাগ মাঠের নাম প্রস্তাব করা হয়। সেই পছন্দের প্রেক্ষিতে লিখিত আবেদন করতে বলে, আমরা আবেদন দিয়েছি তারই প্রেক্ষিতে আমাদের সেখানে অনুমতি দেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।