নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
লিওনেল মেসি না ক্রিশ্চিয়ানো রোনালদো— কে সেরা এ নিয়ে বিতর্কের শেষ নেই। কেউ আর্জেন্টাইন তারকা মেসিকে এগিয়ে রাখেন তো কেউ পর্তুগালের তারকা ফুটবলার রোনালদোকে। আবার কেউ কেউ তাদের দুজনকে এক সারিতেই রাখতে চান। তবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই সর্বকালের সেরা ফুটবলারদের তালিকায় মেসি-রোনালদোর অবস্থান প্রথম দিকেই। এবার এ বিষয়ে মতামত জানিয়েছেন ক্রোয়েশিয়ান তারকা ফুটবলার আনা মারিয়া মারকোভিচ।
ক্রোয়েশিয়ার আনা মারিয়া মারকোভিচকে বলা হয় বিশ্বের ‘সবচেয়ে সুন্দরী’ ফুটবলার। মারকোভিচ ক্রোয়েশিয়া নারী দলের হয়ে অভিষিক্ত হয়েছেন ২০২১ সালে। এখন পর্যন্ত ৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন ১টি। একটি ব্রিটিশ টেলিভিশন অনুষ্ঠানে মারকোভিচকে জিজ্ঞেস করা হয়েছিল, তার দৃষ্টিতে সর্বকালের সেরা ফুটবলার কে? উত্তরে তিনি জানিয়েছেন, রোনালদোর নাম।
মারকোভিচ বলেছেন, ‘মেসি দারুণ ফুটবলার। অন্যতম সেরা। কিন্তু আমার পক্ষপাত রোনালদোর দিকে। এর কারণ আছে, সেটা তার শৃঙ্খলাবোধ। তিনি তার সর্বস্ব দিয়ে খেলেন, সর্বস্ব দিয়ে প্রস্তুতি নেন।’
ক্রোয়েশিয়ার হয়ে রাশিয়া বিশ্বকাপ রাঙিয়েছিলেন লুকা মদরিচ। কাতার বিশ্বকাপেরও অন্যতম বড় তারকা তিনি। নিজ দেশের খেলোয়াড় লুকা মদ্রিচকেই আদর্শ মানেন মারকোভিচ। তিনি বলেন, ‘লুকা আমার আদর্শ। সে ক্রোয়েশিয়ার বড় সম্পদ। নারী ফুটবলারদের মধ্যে রোমানা বাচমান আমার সবচেয়ে প্রিয়।’
মারকোভিচ বলেন, ‘অনেকেই আমাকে সুন্দরী ফুটবলার বলেন। সুন্দরী ফুটবলার বললে ভালো লাগে। কিন্তু আবেদনময়ী কথাটা শুনে ভালো লাগে না। আমি চাই মানুষ আমার ফুটবল দক্ষতা সম্পর্কে জানুক’। সূত্র : ডেইলি স্টার ইউকে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।