মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে জার্মানিজুড়ে অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আনুমানিক ৫০ জন নারী-পুরুষ সরকার উৎখাতের ষড়যন্ত্রকারী গোষ্ঠীর সদস্য বলে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, ডানপন্থী এবং সাবেক সামরিক কর্মকর্তারা দেশটির রাইখস্টাগ নামে পরিচিত জার্মান সংসদ ভবনে তাণ্ডব চালিয়ে ক্ষমতা দখল নেয়ার পরিকল্পনা করে। নিজেকে রাজপুত্র হিসাবে দাবি করা ‘হেনরিখ ত্রয়োদশ’ নামে ৭১ বছর বয়সী এক ব্যক্তি এই পরিকল্পনার মূল হোতা ছিলেন পুলিশ জানিয়েছে। গ্রেফতারকৃত ১১ জার্মান নাগরিকদের মধ্যে দুইজন মূল পরিকল্পনাকারী রয়েছেন বলে অভিযোগ উঠেছে।
রিপোর্ট, ষড়যন্ত্রকারীদের মধ্যে চরমপন্থী রাইখসবার্গার (রাইখের নাগরিক) আন্দোলনের সদস্যও আছেন। এই গোষ্ঠী দীর্ঘদিন ধরে সহিংস হামলা এবং বর্ণবাদী ষড়যন্ত্র তত্ত্বের জন্য জার্মান পুলিশের নজরদারিতে আছে। এই গোষ্ঠী আধুনিক জার্মান রাষ্ট্রকে মেনে নিতেও অস্বীকৃতি জানিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। জার্মান ফেডারেল প্রসিকিউটরের অফিসের এক মুখপাত্র বলেছেন, আমরা এই গোষ্ঠীর নাম এখন পর্যন্ত জানি না।
ফেডারেল প্রসিকিউটর বলেছেন, গোষ্ঠীটি ২০২১ সালের নভেম্বর থেকে একটি সহিংস অভ্যুত্থানের পরিকল্পনা করছিল। জার্মানির ডিপিএ নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির বেশিরভাগ জায়গায় অভিযান চালানো হয়েছে। জার্মানি ছাড়াও অস্ট্রিয়া ও ইতালিতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে বড় ধরনের সন্ত্রাসবিরোধী অভিযান চলছে উল্লেখ করে বিচারমন্ত্রী মার্কো বুশম্যান টুইটে বলেছেন, সাংবিধানিক সংস্থাগুলোতে সশস্ত্র হামলার পরিকল্পনা করা হয়েছিল।
সামরিক বাহিনীর কিছু প্রাক্তন সদস্যও ষড়যন্ত্রের সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। ফেডারেল প্রসিকিউটর অফিস জানিয়েছে, ষড়যন্ত্রকারীরা ইতোমধ্যে জার্মানি শাসন করার পরিকল্পনা তৈরি করেছিল। পাবলিক ব্রডকাস্টার জেডডিএফ প্রতিবেদনে জানায়, পার্লামেন্টের নিম্নকক্ষের একজন প্রাক্তন ডানপন্থী সদস্যও এই চক্রান্তের অংশ ছিলেন। সূত্র: বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।