বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাতক্ষীরায় পরিবহনের ধাক্কায় পলাশ (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় পুলিশ চালকসহ বাসটি আটক করেছে।
বুধবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় সাতক্ষীরা-খুলনা সড়কের ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত পলাশ সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাসিন্দা।
সাতক্ষীরা সদর পুলিশ ফাঁড়ির এএসআই নারান চন্দ্র সরকার জানান, ডলফিন পরিবহনের একটি বাস (বরিশাল মেট্রো-ব-১১০১৪৮) বরিশাল থেকে সাতক্ষীরার শ্যামনগরের উদ্দেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে সাতক্ষীরার নারকেলতলা মোড়ে পৌঁছুলে পার্শ্বরাস্তা থেকে মহাসড়কে ওঠা একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে টেনে হেঁচড়ে প্রায় ৪০০ ফুট দূরে ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে নিয়ে যায়। এসময় বাসটি একটি ভ্যানকে চাপা দিলে সেটিও দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় গুরুতর আহত পলাশকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ মোঃ ফকরুল ইসলাম খান জানান, পুলিশ ঘাতক বাসসহ চালককে আটক করতে সক্ষম হয়েছে। বাসটি পুলিশের হেফাজতে রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।