বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
এক রাতের ব্যবধানে দিনাজপুরের বিরামপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে।
জানা যায় আজ বুধবার সকাল সোয়া নয়টায় পৌর শহরের টাটকপুর নামক স্থানে দিনাজপুর- গোবিন্দগঞ্জ সড়কে নওগাঁ- ধামরহাট থেকে ছেড়ে আসা রংপুরগামী বি আর টিসি বাসের ধাক্কায় দিনাজপুর থেকে বিরামপুর গামী মোটরসাইকেলের ২ জন গুরুতর আহত হলে পথচারীরা তাদের দুজনকে অসংখ্য জনক অবস্থায় বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করার পর কর্তব্যরত ডা: শাহরিয়ার মাহমুদ সজল তাদের দুজনকে মৃত ঘোষণা করে।
হাসপাতাল সূত্রে জানা যায়, নিহত দুইজন হলেন দিনাজপুর সদর রেল কলোনির এলাকার লোকমান আলীর পুত্র সোহেল রানা (৩৭) ও বালুবাড়ীর এলাকার রোস্তম আলীর কন্যা সেলিনা (২৮) তারা দুজনে স্বামী স্ত্রী ছিল। তাদের কাছে নগদ এক লক্ষ আট হাজার টাকা ছিল। অনেকের ধারণা তারা স্থানীয় কোন এনজিও কর্মী ছিলেন।
এদিকে গত কাল রাতে বিরামপুর -ঘোড়াঘাট রেলগেট নামক স্থানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে অপর একটি ধাক্কা দিলে টাঙ্গাইল জেলার ঘাটাইল এলাকার কছিমুউদ্দিনের পুত্র হেলপার শাকিল (২৫)নিহত হয় ।
বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, লাশ উদ্ধার করে বিরামপুর থানায় নেওয়া হয়েছে। নিহতদের পরিবারের আত্মীয় স্বজনদের সাথে আলোচনা স্বাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।