পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম চেম্বারের বার্ষিক সাধারণ সভায় দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। চেম্বার মিলনায়তনে শনিবার অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম। এ সময় চেম্বার সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ, পরিচালক মোঃ দিদারুল আলম এমপি, মাজহারুল ইসলাম চৌধুরী, এ কে এম আক্তার হোসেন, কামাল মোস্তফা চৌধুরী, মাহফুজুল হক শাহ, জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), মোঃ অহীদ সিরাজ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। চেম্বার সভাপতি বলেন, চট্টগ্রামে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে বিরাজমান সমস্যা আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। চেম্বার এ লক্ষে সরকারি বিভিন্ন সংস্থার সাথে ধারাবাহিকভাবে আলোচনা করে আসছে। তিনি বলেন, কর ও ভ্যাট বিষয়ে এনবিআর চেয়ারম্যানের সাথে মতবিনিময় করেছে চেম্বার। চট্টগ্রাম বন্দরকে সচল রাখতে এবং বন্দরের সক্ষমতা বাড়াতে বিগত দিনে চেম্বার ধারাবাহিক কর্মকা- অব্যাহত রেখেছে। আগামী দিনেও এ ধারা অব্যাহত থাকবে। চট্টগ্রামে দেশি-বিদেশি বিনিযোগ আনতে চেম্বার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের বাণিজ্য প্রতিনিধি দল চট্টগ্রাম সফর করেছে। চট্টগ্রাম চেম্বারের বেশ কয়েকটি প্রতিনিধি দলও বিশ্বের কয়েকটি দেশ সফর করে চট্টগ্রামে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। চেম্বারের এসব কর্মকা-ের ফলে চট্টগ্রামের সার্বিক ব্যবসা-বাণিজ্য আরও গতিশীল হচ্ছে বলেও দাবি করেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।