নেদারল্যান্ডস ৩-১ যুক্তরাষ্ট্র। এই স্কোরলাইন দেখে যে কারও ধারণা হতে পারে ডাচরা ম্যাচটি জিতেছে অনায়াসে।তবে খেলা যারা দেখেছেন তারা নিশ্চয় জানেন মাঠে মূলত আধিপত্য দেখিয়েছে যুক্তরাষ্ট্রই।পাস, বল পজিশন,আক্রমণ- সব দিকে এগিয়ে থেকেও শেষ ষোলোর লড়াইয়ে নেদারল্যান্ডসকে কাছে হেরে যায় গ্রেগ বেরহল্টারে দল। দিন শেষে ফুটবল গোলের খেলা, বাকি সব কিছুতে এগিয়ে থাকলেও সেই কাজটি ঠিকঠাক করতে পারেনি যুক্তরাষ্ট্র।
ফিনিশিংয়ে তালগোল পাকিয়ে তারা নষ্ট করে গোলের একাধিক সুবর্ণ সুযোগ। ফলে স্বপ্ন ভঙ্গের বেদনায় পুড়তে হয় দলটিকে।নেদারল্যান্ডসের হয়ে পুরো ম্যাচে উজ্জ্বল ছিলেন ডেনজেল ডামফ্রিজ।ডাচদের তিনটি গোলেই অবদান ছিল এই তারকা রাইট ব্যাকের। নিজে করেছেন একটি গোল।সতীর্থদের দিয়ে করিয়েছেন বাকি দুইটি ।
যুক্তরাষ্ট্রের একমাত্র গোলটি এসেছে দলের ফরোয়ার্ড হাজী রাইটের পা থেকে।