গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
সউদি আরবে মানব পাচারকারী চক্রের মূলহোতা জাহাঙ্গীর হোসেন এবং তার সহযোগী লিপিয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব-৩।
বৃহস্পতিবার রাজধানীর কদমতলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলো- পাচারকারী চক্রের মূলহোতা মো. জাহাঙ্গীর হোসেন (৫১) ও মো. লিপিয়ার হোসেন (৫২)।
শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক।
তিনি জানান, গ্রেপ্তার আসামীদের জনশক্তি রপ্তানীর কোন লাইসেন্স না থাকা স্বত্তেও তারা ভিকটিমদের কাছ থেকে সৌদি আরবে উচ্চ বেতনে চাকরি, বছরে দুটি বোনাস, থাকা খাওয়া ফ্রীসহ চাকরী দেয়ার লোভনীয় অফারের কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।
এছাড়াও সৌদি আরবে পাঠানোর কথা বলে সেখানে অবস্থিত তাদের সহযোগীদের মাধ্যমে ভিকটিমদের জিম্মি করে শারিরীক ও মানসিক নির্যাতন চালিয়ে মুক্তিপণের জন্য অর্থ দাবী করত।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।