Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেসির পেনাল্টি শট বলে কয়ে ঠেকিয়ে দিলেন সেজনি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০২২, ১:১৫ পিএম

ম্যাচের আগেই লিওনেল মেসির পেনাল্টি ঠেকানোর ঘোষণা দিয়েছিলেন পোলিশ গোলরক্ষক ভইচেখ সেজনি। আর বলে কয়েই মেসিকে গোলবঞ্চিত করলেন তিনি।

সুযোগ মিসের মহড়ায় প্রথমার্ধে পোল্যান্ডের সঙ্গে গোলশূন্য সমতা নিয়ে মাঠ বিরতিতে গেল আর্জেন্টিনা।

৩৭তম মিনিটে লিওনেল মেসি ফাউলের শিকার হলে ভিএআর চেকের পর পেনাল্টি পায় আর্জেন্টিনা। কিন্তু স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হলেন তিনি। মেসির শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে আর্জেন্টিনাকে গোলবঞ্চিত করেন পোলিশ গোলরক্ষক সেজনি।

প্রথমার্ধে মোট ১২টি শট নেয় আর্জেন্টিনা। লক্ষ্যে ছিল ৭টি। পোল্যান্ড দুই শট নিলেও লক্ষ্যে রাখতে পারেনি একটিও।

‘সি’ গ্রুপের অন্য ম্যাচে মুখোমুখি হয়েছে সৌদি আরব ও মেক্সিকো। প্রথমার্ধে গোলশূন্য সমতা নিয়ে মাঠ ছেড়েছে তারাও। আর্জেন্টিনা ও সৌদি আরব দুই দলই ড্র করলে গোল ব্যবধানে এগিয়ে থাকায় দ্বিতীয় রাউন্ডে যাবে আর্জেন্টিনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাতারবিশ্বকাপ২০২২

২৩ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ