Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্ষমা চাইবেন না মেসি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০২২, ১০:৫৮ এএম

মেক্সিকোর বক্সার ক্যানেলো আলভারেজ লিওনেল মেসির বিরুদ্ধে তার দেশের জার্সি ও পতাকা অবমাননার অভিযোগ এনেছিলেন। তার দাবি, বিজয় উল্লাস করতে গিয়ে মেসি মেক্সিকোর জার্সি ও পতাকাকে অবমাননা করেছেন, ‘পায়ের টোকায়।’

সে নিয়ে বেশ জলঘোলাও হয়েছে। মেসিকে হুমকি দিয়ে বিপাকে পড়ে আলভারেজ আবার আর্জেন্টাইন ও এলএম টেনের কাছে ক্ষমাও চেয়েছেন।

পোল্যান্ডের কাছে ম্যাচ জয়ের পর জার্সি অবমাননার বিষয়ে লিওনেল মেসিকেও প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। আর সেই প্রশ্নের উত্তরে মেসি সাফ বলেছেন, ক্ষমা তিনি চাইবেন না।
লিওনেল মেসি বলেন, ‘এটা ছিল ভুল বোঝাবুঝি। যারা আমাকে চেনেন তারা জানেন আমি কাউকে অসম্মান করি না। এটা ছিল সেই বিষয় যা ড্রেসিং রুমে ঘটেছিল সেদিন ম্যাচ শেষে। আমি ক্ষমা চাইতে পারি না কারণ আমি মেক্সিকোর জনগণ কিংবা তাদের জার্সিকে অসম্মান করিনি।’

বক্সার আলভারেজ ক্ষমা বার্তায় বলেন, ‘আমি দেশের প্রতি ভালোবাসা ও আবেগ থেকেই এমন বলেছি। আমি মেসি ও আর্জেন্টিনার মানুষের কাছে ক্ষমা চাইছি। প্রত্যেক দিন আমরা নতুন কিছু শিখি এবং আমার বেলায়ও এবার তাই ঘটেছে।’ সূত্র: মার্কা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাতারবিশ্বকাপ২০২২

২৩ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ