Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

স্টেডিয়াম পরিষ্কার করে প্রশংসায় ভাসছেন মরক্কোর সমর্থকরা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০২২, ১২:৪৬ পিএম

জাপানিদের পর এবার স্টেডিয়াম পরিষ্কার করলেন মরক্কোর সমর্থকরা। বেলজিয়ামের বিরুদ্ধে খেলা শেষ হওয়ার পরেও স্টেডিয়াম ছাড়েননি মরক্কোর ফুটবল ভক্তরা। সঙ্গে নিয়ে আসা বড় বড় ব্যাগে আবর্জনা তুলতে দেখা যায় তাদের। একে একে স্টেডিয়ামের প্রতিটি জায়গায় গিয়ে আবর্জনা তোলেন তারা। এরপরেই ছেড়েছেন স্টেডিয়াম। খবর স্পোর্টবাইবেলের।

জাপানের সমর্থকদের মতো মরক্কোর সমর্থকদের এই কাজের প্রশংসা করেছেন অনেকে।

বেলজিয়ামকে ২-০ গোলে হারিয়ে বড় অঘটন ঘটিয়েছে মরক্কো। দ্বিতীয়ার্ধে মরক্কোর হয়ে গোল দু'টি করেন আব্দেলহামিদ সাবিরি ও জাকারিয়া আবৌখলাল।

এর আগে, কাতারের স্টেডিয়াম পরিষ্কার করতে দেখা যায় জাপানের সমর্থকদের। শুধু নিজেদের আসন নয়, পুরো স্টেডিয়াম পরিষ্কার করেছিলেন তারা। জাপানের কাছ থেকে এমন আচরণ এবারই প্রথম নয়। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপেও একই কাজ করতে দেখা গিয়েছিল জাপানি সমর্থকদের।

এমনকি, খেলা শেষে নিজেদের ড্রেসিংরুমও পরিষ্কার করে বের হয়েছিলেন জাপানের ফুটবলাররা। তার ছবিও প্রকাশ করেছে ফিফা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাতারবিশ্বকাপ২০২২

২৩ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ