Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

কাতার বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত ৩ দলের, ২ দলের বিদায়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০২২, ১০:৩৭ এএম

কাতার বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে উঠে গেল রোনালদোর পর্তুগালসহ ৩ দল। বাকি দুই দল হচ্ছে ব্রাজিল ও ফ্রান্স। আর বাদ পড়েছে স্বাগতিক কাতার ও কানাডা।

সোমবার লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে উরুগুয়েকে ব্রুনো ফার্নান্দেসের জোড়া গোলে ২-০ গোলে হারিয়ে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা।

দুবারের বিশ্বকাপজয়ী উরুগুয়ে গ্রুপ থেকেই ছিটকে যাওয়ার মুখে। নকআউটে যেতে গেলে পরের ম্যাচে ঘানাকে হারাতেই হবে তাদের। আগের ম্যাচে কোনোমতে জেতার পর এদিন প্রথম একাদশে একাধিক বদল করেন পর্তুগালের কোচ ফার্নান্দো স্যান্টোস। প্রথমে রক্ষণ জমাট রেখে আক্রমণে ওঠার চেষ্টা করতে থাকে পর্তুগাল।

রোনাল্ডো গোল করার জন্য মাঝেমধ্যেই উঠে যাচ্ছিলেন। কিন্তু গোলের দেখা পাননি। ১৮ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে নিজের জায়গায় ফ্রিকিক পান রোনাল্ডো। কিন্তু ওয়ালে লেগে তার শট কর্নার হয়ে যায়। এর পর দুদলেরই মাঝমাঠের লড়াই দেখা যায়।

এদিকে শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে হারলেও সমস্যা হবে না ব্রাজিলের। দুই ম্যাচে ৬ পয়েন্ট হলো তাদের। চলতি বিশ্বকাপে ফ্রান্সের পর দ্বিতীয় দল হিসেবে প্রি-কোয়ার্টারে পৌঁছে যায় ব্রাজিল। তৃতীয় দল হিসেবে উঠে যায় পর্তুগাল। তারাও শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হারলে সমস্যা হবে না।

ব্রাজিল ও সুইৎজারল্যান্ড ম্যাচে নামার আগে দুদলের কাছেই ছিল ৩ পয়েন্ট। ব্রাজিল জেতায় ৩ পয়েন্ট পেল। ফলে শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে এখন শক্তি পরীক্ষা করে নেওয়ার লড়াই রিচার্লিসন, ভিনিসিয়াসদের।

ফ্রান্স, ব্রাজিল ও পর্তুগাল পরের রাউন্ডে গেছে। বিশ্বকাপ থেকে ইতোমধ্যে বিদায় নিয়েছে আয়োজক কাতার ও কানাডা। বাকি গ্রুপগুলোর যা পরিস্থিতি, তাতে এখনো আর কেউ বিদায় নেয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাতারবিশ্বকাপ২০২২

২৩ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ