Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালিয়াকৈরে আগ্নেয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার

কালিয়াকৈর (গাজীপুর) উপজেলাসংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০২২, ৫:৪৪ পিএম

গাজীপুরের কালিয়াাকৈরে দেশীয় অস্ত্র ও মাদকসহ আন্তঃজেলা ডাকাত দলের কুখ্যাত ৬ সদস্যকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। সোমবার ভোর রাতে উপজেলার চন্দ্রা,পল্লীবিদ্যুৎ,হরতকীতলা ও পার্শ্ববতি শ্রীপুর থানার মাওনাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোঃ সেলিম হোসেন (২৮),ইয়াছিন হোসেন (২৮), উজ্জল হোসেন (৩৩), নবা সাইদুর রহমান নবু (৩২), আব্দুল আলীম (৩২) ও শাহীন মিয়া (৪৫) নামে আন্তঃজেলা ডাকাতদলের কুখ্যাত ৬ সদস্যকে গ্রেফতার করে।
জানা যায়, রংপুরের হাজিরহাট থানার,উত্তম কুঠিয়ালপাড়া গ্রামের মো: আব্দুর রহমানের পুত্র মোঃ মঞ্জুরুল হক বাদী হয়ে গত শনিবার ৩৯৪ পেনালকোড ধারায় কালিয়াকৈর থানায় মামলা নং ৩০ তারিখ ২৮.১১.২০২২ দায়ের করেন। উক্ত মামলার সূত্রধরে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোঃ জামিনুর রহমান এর নেতৃত্বে একদল পুলিশ রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে উপজেলার চন্দ্রা,পল্লীবিদ্যুৎ,হরতকীতলা ও পার্শ্ববতি শ্রীপুর থানার মাওনাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের কুখ্যাত ৬সদস্যকে গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃত ডাকাতদের কাছ থেকে সূত্রে বর্ণিত মামলাসহ বিভিন্ন মামলার আলামত ১৯টি মোবাই,নগদ ১১ শত টাকা,১টি কাথা,১টি আগ্নেয়াস্ত্র শুটার পাইপগান,২টি ধারালো ছুরা,১টি ধারালো চাকু,৯০গ্রাম হেরোইন,১টি সিএনজি, ১টি করাত,১টি দা,১টি টর্চলাইট উদ্ধার করে। গ্রে
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আকবর আলী খান বলেন,ধর্ষণ, ছিনতাই,চুরি,ডাকাতি,খুন,হত্যা ও মাদকসহ বিভিন্ন বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতরা জঘণ্য প্রকৃতির,এলাকার ত্রাস, তারা কালিয়াকৈর থানা এলাকাসহ আশপাশ এলাকায় এলাকায় চুরি,ডাকাতি,ছিনতাই ও হত্যাসহ জঘণ্য অপরাধে জড়িত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ