Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উগান্ডায় ইবোলা মোকাবেলায় স্কুল বন্ধ ঘোষণা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০২২, ১১:৩৯ এএম

উগান্ডায় ইবোলা রোগ বিস্তার রোধে শুক্রবার দেশব্যাপী স্কুল বন্ধ করে দিয়েছে। তবে দেশের স্বাস্থ্যমন্ত্রী এএফপিকে জোর দিয়ে বলেছেন যে নতুন করে ওই রোগে সংক্রমণের সংখ্যা হ্রাস পেয়েছে।

অত্যন্ত সংক্রামক এই ব্যাধিতে আটজন শিশুর মৃত্যুর পর এই মাসের শুরুতে স্কুলের শিক্ষা বছর শেষ হওয়ার দুই সপ্তাহ আগে স্কুল বন্ধের নির্দেশ দেয়া হয়েছিল।
স্বাস্থ্যমন্ত্রী জেন রুথ এসেং এএফপিকে বলেছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাজধানী কাম্পালা এবং মুবেন্ডে ও কাসান্ডা যেখানে সংক্রমণ সবচাইতে বেশী ছড়িয়ে ছিল সেখানে নিবন্ধিত নতুন সংক্রমণের সংখ্যা হ্রাস পেয়েছে।
উগান্ডার ডব্লিউএইচও অফিস বৃহস্পতিবার জানিয়েছে, ২২ নভেম্বর পর্যন্ত কাম্পালায় নয় দিন, মুবেন্ডেতে ১০ দিন এবং কাসান্ডায় ১২ দিন ইবোলায় কোনো সংক্রমণের খবর ঘোষণা করা হয়নি।
উগান্ডার কর্তৃপক্ষের মতে, ইবোলা প্রাদুর্ভাবে জানা ১৪১ জনের সংক্রমণের মধ্যে ৫৫ জনের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ মুবেন্ডে এবং কাসান্ডায় লকডাউন জারি করেছে।
গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কারফিউ, ব্যক্তিগত ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি এবং বিপণি কেন্দ্র, পানশালা এবং গির্জা বন্ধ করে দেয়া হয়েছে।
কাম্পালার একটি স্কুলের এক অভিভাবক এএফপিকে বলেন তার সন্তানকে নিজ বাড়িতে রেখে তিনি স্বস্তি বোধ করছেন।
ডাব্লিউএইচও’র মতে, এই রোগের প্রাদুর্ভাব শেষ তখনই হয় যখন টানা ৪২ দিনের মধ্যে নতুন করে কোনো সংক্রমণ না ঘটে- যা রোগের ইনকিউবেশন সময়ের দ্বিগুণ।
বর্তমানে ছড়িয়ে পড়া নতুন ধরনের স্ট্রেনটি সুদান ইবোলা ভাইরাস নামে পরিচিত। এই ভাইরাসের কোনো ভ্যাকসিন নেই যদিও বেশ কয়েকটি সংস্থা ক্লিনিকাল ট্রায়াল শুরু করার দিকে এগিয়ে চলেছে।
ইবোলা মানুষের শরিরের তরল পদার্থের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর সাধারণ লক্ষণগুলো হলো জ্বর, বমি বমি ভাব, রক্তপাত এবং ডায়রিয়া। সূত্র : ভয়েস অফ আমেরিকা

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উগান্ডা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ