প্রথম ম্যাচটা সউদীর আরবের বিপক্ষে অপ্রত্যাশিত হারে পাল্টে গিয়েছে এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার সব সমীকরণ। যেই মেসিরা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সপ্ন নিয়ে কাতারে পা রেখেছিল, তারাই এখন গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার লজ্জার সামনে দাঁড়িয়ে। সেকেন্ড রাউন্ড নিশ্চিত করতে পরের দুই ম্যাচে জিততেই হবে মেসি-ডি মারিয়াদের।আজ মেক্সিকোর বিপক্ষে পা ফসকালেই বিশ্বকাপ যাত্রা শেষ হয়ে যাবে অলবিসেলেস্তেদের।
তবে এসব নিয়ে অযথা দুশ্চিন্তায় ভুগতে চায় না স্কেলোনির শিষ্যরা।ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে দলটির ফরোয়ার্ড লাওতারো মার্তিনেজ বলেন, ‘আগামীকাল আমাদের জন্য ফাইনাল। আমাদের যতটুকু সক্ষমতা আছে, তা দেখানোর সময়ই এটা।’
বিশ্বকাপ থেকে বাদ পড়া নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এসব (বাদ পড়া) নিয়ে আমাদের কোনো কথাই হয়নি। কোনো চাপ নেই আমাদের। আমাদের নিজেদের কাজের প্রতি আস্থা আছে। আস্থা আছে কোচিং স্টাফের ওপরও। আমরা শান্তই আছি।’
আর্জেন্টিনার সমর্থকরা ও চাইবে মাথা ঠান্ডা রেখে মাঠে নিজেদের সামর্থ্যের সারাটা দিন মেক্সিকোর বিপক্ষে জয় নিয়ে ফিরবে মেসি-ডি মারিয়ারা