গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
ডিএমপির বিমানবন্দর থানা এলাকা থেকে টিকেট কালোবাজারী চক্রের ২ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১। বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলো- কালোবাজারী চক্রের সক্রিয় সদস্য মো. ইলিয়াস (৫৯), মো. নিজাম উদ্দিন (৩৫)।
বৃহস্পতিবার দুপুর বেলা সাড়ে ১১ টায় এসব তথ্য জানান র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন নিশ্চিত করেছেন।
তিনি বলেন, র্যাব-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বিমানবন্দর থানার বিমানবন্দর রেলওয়ে ষ্টেশনের আশপাশ এলাকায় যাত্রীদের ট্রেনে গমনাগমনের টিকেট কিছু লোকজন অবৈধ ভাবে টিকেট কাউন্টার ব্যতিত নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে কালোবাজারির মাধ্যমে টিকেট বিক্রি করছে।
আব্দুল্লাহ আল মোমেন বলেন, প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি ওই স্থানে অভিযান পরিচালনা করে টিকেট কালোবাজারী চক্রের সক্রিয় সদস্য মো. ইলিয়াস (৫৯), মো. নিজাম উদ্দিন (৩৫)। এ সময় তাদের কাছ থেকে আসামীর ২টি টিকেট, ১টি মোবাইল, ১টি সিম এবং ১০ হাজার ৯০০ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আসামীদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।