ভাগ্য বদলানো কিংবা হারানো ছন্দ ফিরে পাওয়ার জন্য এর চেয়ে ভালো সময় আর বেছে নিতে পারতেন না অলিভার জিরু। ফ্রান্সের হয়ে গত ২৭ ম্যাচে যেখানে মাত্র একবার জালের দেখা পেয়েছেন, সেখানে ম্যাচের পুরোটা সময় আলো ছড়ানো জিরুড গতকালের ম্যাচেই গোল করেছেন দুইটি।এর মধ্য দিয়ে অনন্য এক রেকর্ডের অংশীদার হলেন এই তারকা স্ট্রাইকার।জোড়া গোলে জিরু হয়ে যান ফ্রান্সের হয়ে সর্বকালের সর্বোচ্চ দুই গোলদাতাদের একজন ৫১ গোল করে জিরু এবং থিয়েরি অরি দুজনকি শীর্ষে অবস্থান করছেন।
তার জোড়া গোলের ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারাল অস্ট্রেলিয়া। একটি করে গোল আসে এমবাপ্পে, র্যাবিওটের পা থেকে
কাতারের আল জানুব স্টেডিয়ামে ম্যাচের মাত্র ৯ মিনিটে লিড নিয়ে ফ্রান্সকে চমকে অস্ট্রেলিয়া।ল্যাকির ডি বক্সে বাড়ানো পাস থেকে বল পেয়ে সহজেই লক্ষ্যভেদ করেন গডউইন।
শুরুর ধাক্কা সামলে নিয়ে এরপরেই আক্রমণে যায় ফ্রান্স। ২৬ মিনিটে মিডফিল্ডার র্যাবিওটের গোলে সমতা আনে দিদিয়ে দেশামের দল। এর মিনিট ছয়েক পরে অলিভার জিরো ফের একবার অস্ট্রেলিয়ার জালে বল পাঠালে লিড নেয় ফ্রান্স।
এমবাপ্পে থেকে বল পেয়ে ডি বক্সে ঠেলে দেন প্রথম প্রথম গোলদাতা র্যাবিওট। বক্সে অরক্ষিত জায়গায় বল পেয়ে পায়ের আলতো ছোয়ায় নিশানাভেদ করেন এই স্ট্রাইকার।
এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করা ফ্রান্স বিরতির পথ হয়ে ওঠে আরো বেশি অপ্রতিরোধ্য। এ সময় এমবাপে ড্যাম্বেলে গ্রিজম্যানদের একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে পড়ে অস্ট্রেলিয়ার রক্ষণভাগ। বেশ কয়েকটি আক্রমণ অল্পের জন্য নিশানাচ্যুত হওয়ার পর ৬৮ মিনিটে সফলতা পায় ফ্রান্স৷ দেম্বেলের ডান দিকে বাড়ানো ক্রসে মাথা ছোঁয়াতে ভুল করেননি এমবাপে। অজিদের দুই ডিফেন্ডারকে কাটানোর পর সহজেই পরাস্ত করেন গোলরক্ষক ম্যাথিউকে। বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এমবাপে ক্লাব ফুটবলের ফর্মও নিয়ে এসেছেন জাতীয় দলেও।
এর মিনিট তিনেক পরে ফ্রান্সের ইতিহাসের পাতায় নাম লেখান জিরু।বাকি সময়ে আর কোনো গোল না হলেও ৪-১ ব্যবধানের বিশাল জয় নিয়েই মাঠ ছাড়ে ফ্রান্স।