Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লাইবেরিয়ার প্রেসিডেন্টের ছেলের গোল করলেন বিশ্বকাপে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২২, ১০:৩৩ এএম

একমাত্র আফ্রিকান ফুটবলার হিসেবে জিতেছিলেন বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। দীর্ঘদিন খেলেছেন লাইবেরিয়া জাতীয় দলের হয়ে। এক সময় সেরা ফুটবলারদের কাতারে ছিলেন বর্তমান লাইবেরিয়ার প্রেসিডেন্ট জর্জ উইয়াহ।

সময়ের পরিক্রমায় তার ছেলে এসেছে ফুটবলের মাঠে। দাপটের সঙ্গে খেলছে যুক্তরাষ্ট্র জাতীয় দলের জার্সি গায়ে। বিশ্বকাপে নিজ দলের হয়ে গোলেরও দেখা পেয়েছেন ২২ বছর বয়সী টিমোথি উইয়াহ। সোমবার(২২ নভেম্বর) রাতে ওয়েলসের বিপক্ষে যুক্তরাষ্ট্রের হয়ে একমাত্র গোলদাতাও এই ফরোয়ার্ড।

টিমোথি উইয়াহ যুক্তরাষ্ট্রের ফুটবল দলের খেলোয়াড় হলেও তারা বাবা জর্জ উইয়াহ বর্তমানে লাইবেরিয়ার প্রেসিডেন্ট।

ফুটবল বিশ্ব এর আগে দেখেছে দুই ভাইকে দুই দেশের হয়ে প্রতিনিধিত্ব করার। তবে বাবা ও ছেলের দুই দেশের হয়ে প্রতিনিধিত্ব করার ঘটনা খুব একটা দেখা যায়নি ফুটবল ময়দানে। এবার সেদিক দিয়েই অনন্য হয়ে রইলেন যুক্তরাষ্ট্রের টিমোথি উইয়াহ।

যুক্তরাষ্ট্রের জার্সি গায়ে এখন পর্যন্ত ২৬ ম্যাচ খেলে চার গোলের দেখা পেয়েছেন টিমোথি। যার প্রথমটি আসে ২০১৮ সালে বলিভিয়ার বিপক্ষে। অন্যদিকে তার বাবা জর্জ উইয়াহ লাইবেরিয়ার হয়ে করেছেন ১৮টি গোল।

আল রায়ান স্টেডিয়ামে সোমবার রাতের ম্যাচে অবশ্য জয় পায়নি কোনও দলই। ওয়েলসের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেই লিড পায় যুক্তরাষ্ট্র। ৩৬তম মিনিটে ওয়েহের গোলে লিড পায় দলটি। এরপর ম্যাচের ৮২তম মিনিটে গ্যারেথ বেলের গোলে সমতায় ফেরে ওয়েলস। ম্যাচের বাকি সময় আর কোনও গোল না হওয়ায়, ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে এই দুই দল।

বি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ২৬ নভেম্বর শনিবার বাংলাদেশ সময় রাত ১ টায় ইংল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৩০ নভেম্বর ইরানের বিপক্ষে মাঠে নামবে টিমোথি উইয়াহের দল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাতারবিশ্বকাপ২০২২

২৩ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ