Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় সংসদ সদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ১

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০২২, ২:৪৪ পিএম

খুলনা মহানগরীর খানজাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সাথে সংসদ সদস্য পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে মোঃ নাঈম গাজী (৩০) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। এ ঘটনায় খানজাহান আলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার (২০ নভেম্বর) দুপুরে খুলনা মহানগরীর গোবরচাকা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার র‌্যাব জানিয়েছে, গত ১ নভেম্বর রাতে খুলনা মহানগরীর খানজাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ফোন করে এক ব্যক্তি নিজেকে সংসদ সদস্য পরিচয় দেয়। পরিচয় দিয়ে জানায় একজন অসুস্থ ব্যক্তির চিকিৎসার জন্য সাহায্যের প্রয়োজন। ওই অসুস্থ ব্যক্তি ফোন দিলে প্রধান শিক্ষক যেন ছাত্র-ছাত্রীদের নিকট থেকে টাকা তুলে তাকে প্রদান করেন। কথিত অসুস্থ ব্যক্তি প্রধান শিক্ষককে ফোন দিলে প্রধান শিক্ষক ছাত্র-ছাত্রীদের কাছ থেকে টাকা তুলে ওই ব্যক্তিকে বেশ কিছু টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠিয়ে দেন। পরবর্তিতে ওই ব্যক্তি একাধিকবার সাহায্যের জন্য ফোন দিলে প্রধান শিক্ষকের সন্দেহ হয়। তিনি র‌্যাব-৬ কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দেন। র‌্যাব-৬ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে এবং সংসদ সদস্যের ভূয়া পরিচয় ব্যবহারকারীকে সনাক্ত করে। রোববার দুপুরে র‌্যাব-৬ খুলনার একটি দল মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা এলাকায় অভিযান চালিয়ে প্রতারক মোঃ নাঈম গাজীকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে প্রধান শিক্ষক বাদী হয়ে র‌্যাবের সহায়তায় খুলনার খানজাহান আলী থানায় একটি মামলা দায়ের করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ