Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেত্রকোণা জেলা অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০২২, ৩:০৯ পিএম

নেত্রকোণা জেলা অটো মেজর হাসকিং মিল মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুর ১টায় স্থানীয় পাবলিক হলে এই সভা অনুষ্ঠিত হয়।

নেত্রকোণা জেলা অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতির সভাপতি হাজী এইচ আর খান পাঠান সাকির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ, নেত্রকোণা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাজী আব্দুল ওয়াহেদ,জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মিজানুর রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নেত্রকোণা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মানিক, নেত্রকোণা জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, বারহাট্টা উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাশেমসহ বিভিন্ন জেলার মিল মালিক সমিতির নেতৃবৃন্দ।


প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু বলেন বর্তমান সরকার কৃষি বান্ধব। কৃষির উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকল্পে কৃষি উপকরণ সুলভ মূল্যে সরবরাহ ও মিল মালিকদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। বর্তমান বৈশ্বিক মন্দা পরিস্থিতি মোকাবেলায় সবাইকে সাশ্রয়ী হওয়ার আহবান জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাধারণ সভা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ