প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : ৭ বছর পর টেলিভিশন অভিনেতা-অভিনেত্রীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার রাজধানীর একটি রেস্টুরেন্টে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অভিনেতা আহসান হাবিব নাসিমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সিনিয়র অভিনেতা-অভিনেত্রীসহ অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরা। এদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, কেএস ফিরোজ, মামুনুর রশীদ, ডা. এনামুল হক, তুষার খান, শর্মিলী আহমেদ, দিলারা জামান, আফরোজা বানু, ঝুনা চৌধুরী, শহিদুল আলম সাচ্চু, গাজী রাকায়েত, শিরীন বকুল, ফজলুর রাহমান বাবু, হাসান মাসুদ, রোকেয়া প্রাচী, বিজরী বরকত উল্লাহ, রওনক হাসান, ইন্তেখাব দিনার, আলিফ, মিম প্রমুখ। সংঘের সাধারণ স¤পাদক তুষার খান একটি লিখিত বক্তব্য পড়ে শোনান। তিনি বলেন, সর্বশেষ সাধারণ সভাটি হয়েছিল প্রায় সাত বছর আগে। এর কারণ হিসেবে কোনো অজুহাত দাঁড় করাব না। আমাদের কার্যনির্বাহী পরিষদের কাউকে অভিযুক্তও করব না। তবে বিষয়টি আমার ব্যক্তিগত অনীহাই শুধু নয়, আরো অনেক কারণ রয়েছে। সভা শেষে অভিনেতা মামুনুর রশীদকে আহŸায়ক করে নয় সদস্যবিশিষ্ট নতুন একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেনÑ তুষার খান, আহসানুল হক, রোকেয়া প্রাচী, শিরিন বকুল, শামস সুমন, আহসান হাবীব নাসিম (সদস্য সচিব), রওনক হাসান ও সিদ্দিকুর রহমান। সভায় জানানো হয়, আগামী বছরের ১৪ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করবে। এর মধ্যে নতুন সদস্যপদ দেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।