বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাজীপুর কাপাসিয়ায় বন্ধুর বাড়িতে দাওয়াতে যাওয়ার পথে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আশিক সরদার নামে এক সিঙ্গাপুর
প্রবাসী নিহত হয়েছেন । ১৮ নভেম্বর, শুক্রবার দুপুরে কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নের বরুন গ্রামের ওয়াকিলউদ্দিন মার্কেট নামক স্থানে ঘটে এ দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় নিহত আশিক ওই গ্রামের বাহারউদ্দিন সরদার বাহারুলের ছেলে।
স্বজনরা জানায়, আশিক সিঙ্গাপুর প্রবাসী ছিলেন। কয়েক মাস আগে সে দেশে আসে। দুপুর দেড়টায় আশিক মোটরসাইকেলে বন্ধুর বাড়ি
দাওয়াতে যাওয়ার পথে কাপাসিয়া কালীগঞ্জ সড়কে ওয়াকিলউদ্দিন মার্কেট নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি পিকআপ মুখোমুখি সংঘর্ষ হলে আশিক ছিটকে ধান ক্ষেতে পড়ে যায়। এতে দুর্ঘটনায় কবলিত পিকআপ চালক আশিককে উদ্ধারের জন্য চিৎকার করিলে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন।
এ ব্যাপার কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম বলেন, ঘটনার স্থলে পিকআপটি পড়ে রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।