নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : ক্রিকেট হল দলীয় খেলা। তবে এই ম্যাচ দেখার পর এমন মন্তব্য করতে হলে একবার হলেও ভাবতে হবে অপনাকে। দলের ১০ ব্যাটসম্যানের নয়জনই আউট হয়েছেন কোন রান না করেই! বাকি একজনের ব্যাট থেকে এসেছে অপরাজিত ১৬০ রানের ইনিংস! কোন পাড়া বা গলির ক্রিকেটের গল্প নয় এটি, স্বীকৃত ক্রিকেট ম্যাচেই ঘটেছে এমন ঘটনা। তবে শীর্ষ পর্যায়ের ক্রিকেটে নয়। দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় আয়োজিত নারী অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে দেখা গেছে এমন বিস্ময়কর ও ইতিহাসের পাতায় নাম লেখানো এমন ম্যাচ।
ভাগ্যবতী ব্যাটসম্যান হলেন শানিয়া-লি সোয়ার্ট। ১৫ বছর বয়সী এই তরুণী খেলেন পুমালাঙ্গা অ-১৯ দলের হয়ে। ইস্টার্নস অ-১৯ এর বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে ব্যাট বেছে নেয় তার দল। ইনিংসের গোড়াপত্তন করতে নামেন শানিয়া নিজেই। এরপর একপ্রান্ত থেকে একে একে আট সতীর্থকে কোন রান না করেই ফিরে যেতে দেখন তিনি। শানিয়া অপরাজিত থাকেন ৮৬ বলে এক ডজন ছক্কা ও দেড় ডজন চার হাকিয়ে ১৬০ রান করে। তার মানে ১৬০ রানের মধ্যে ছক্কা ও চার থেকেই আসে বাহাত্তর দুগুনে ১৪৪ রান! অতিরিক্ত খাত থেকে ৯ রান আসায় নির্থারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৯ রানের সংগ্রহ দাঁড় করায় শানিয়ার দল। শানিয়ার দল না বলে শুধু শানিয়া বলাই সম্ভাবত ‘সঠিক’ হবে। পরে বল হাতেও ২ উইকেট তিনি। ইস্টার্নসকে ১২৭ রানে বেঁধে তারা ম্যাচও জেতে ৪২ রানে। গেল সপ্তাহেই ৫০ ওভারের ম্যাচে দলের ৩৫২ রানের সংগ্রহে একাই ২৮৯ রান করেন শানিয়া। তবে তার এই ১৬০ রানের এই ইনিংসটি ক্রিকেট হয়তো কোনদিনই ভুলবে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।