প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তিশা এখন ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে আছেন। সিনেমাটিতে তার চরিত্র নিয়ে নিউ ইয়র্কভিত্তিক বিনোদন ম্যাগাজিন ভ্যারাইটির সঙ্গে আলাপকালে বলেন, বঙ্গবন্ধুর কথা সবাই জানেন। কিন্তু ফজিলাতুন্নেসার কথা অনেকেই খুব বেশি জানেন না। অথচ প্রতিটি সফল পুরুষের পেছনে একজন নারী থাকেন। স্বাধীনতা সংগ্রামের সময় বঙ্গবন্ধু যখন রাজনৈতিক বন্দি হিসেবে জেলে ছিলেন, তখন বেগম মুজিব তাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। পরিবারের দেখাশোনা করেছেন ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন। তিনি একজন শক্তিশালী নারী। তিশা বলেন, তিনি অসাধারণ সব কাজ করেছেন। আমি মনে করি, এই সিনেমার মাধ্যমে মানুষ দারুণ একজন মহীয়সী নারীকে চিনবে ও জানবে। তার কাজ ও ত্যাগ স¤পর্কে জানতে পারবে। বাংলাদেশের সিনেমা নিয়ে তিনি বলেন, আমি মনে করি, বাংলাদেশের চলচ্চিত্রের উজ্জ্বল ভবিষ্যৎ আছে। আমাদের অনেক তরুণ পরিচালক আছেন যারা বিশেষ কিছু করার চেষ্টা করছেন। এদিকে তিশা ‘নো ল্যান্ডস ম্যান’ সিনেমাটি প্রযোজনা করেছেন। সিনেমাটি পরিচালনা করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। শিঘ্রই আরও একটি সিনেমার প্রযোজনা করতে যাচ্ছেন বলে জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।