Inqilab Logo

বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খাগড়াছড়ি স্টেডিয়ামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই পুলিশসহ আহত ৬

| প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

খাগড়াছড়ি জেলা সংবাদদাতা : খাগড়াছড়ি স্টেডিয়ামে বেলুনে গ্যাস দেয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে দুই পুলিশ সদস্যসহ ছয়জন আহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে আউটার স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। ঘটনার পর সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। পরে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন পুলিশ সদস্য মো: শাহিন (৩২), মো: ইসমাইল (২৮), মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী প্রাণ জ্যোতি চাকমা (৪৫), ভূমি অফিসের কর্মচারী বরেন্দ্র ত্রিপুরা (৫০), বেলুন বিক্রেতা তুলসি রানী ঘোষ (৪৭) ও পল্লব চৌধুরী (১১)।
আহতদের মধ্যে বরেন্দ্র ত্রিপুরার পায়ের হাটুর নিচের অংশ এবং পুলিশ সদস্য শাহিনের পায়ের গোড়ালির নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি

১৪ ফেব্রুয়ারি, ২০২২
১ ফেব্রুয়ারি, ২০২২
২৩ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ