গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
স্টাফ রিপোর্টার : ফেসবুকে স্ট্যাটাস দেয়া নিয়ে দ্বন্দ্ব জের ধরে এক স্কুলছাত্রকে কুপিয়েছে বখাটেরা। গতকাল শুক্রবার ভোরে রাজধানীর কামরাঙ্গীর চরের কাঠপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম পারভেজ হোসেন (১৫)। সে কামরাঙ্গীর চরের রনি মার্কেট সংলগ্ন কাঠপট্টি এলাকার কামাল উদ্দিনের ছেলে এবং আলোড়ন স্কুল অ্যান্ড কলেজের ১০ শ্রেণির ছাত্র। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার শিকার পারভেজ হোসেনের বাবা কামাল হোসেন বলেন, ‘মাসখানেক আগে ফেসবুকে লেখালেখিকে কেন্দ্র করে স্থানীয় বখাটেদের সঙ্গে পারভেজের কথা কাটাকাটি হয়েছিল। মুরুব্বিরা বিষয়টির মীমাংসাও করে দিয়েছিলেন। গতকাল শুক্রবার ভোরে আলোড়ন স্কুল অ্যান্ড কলেজের বিজয় দিবসের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে একই এলাকার মিরাজ, ইমন, পাভেল, রনিসহ ১০-১২ জন তার ছেলেকে কাঠপট্টি মাঠে নিয়ে গিয়ে রড দিয়ে পেটায় ও ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে ভর্তি করেন। তিনি আরো বলেন, পারভেজ এবার এসএসসি পরীক্ষা দেবে। যারা মারধর করেছে তারা কেউ পড়ালেখা করে না, তারা বখাটে হিসেবে পরিচিত।’ কামরাঙ্গীর চর থানার এসআই শেখ তারিকুল ইসলাম বলেন, স্কুলছাত্রকে ছুরিকাঘাতের বিষয়টি পুলিশ তদন্ত করছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।