Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসরাইলি ট্যাংকারে ড্রোন হামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০২২, ১২:০৫ এএম

মধ্যপ্রাচ্যের ওমান উপসাগরে একটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। কে বা কারা এ ট্যাংকারে হামলা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে মঙ্গলবার হওয়া এ হামলার জন্য ইরানকে দুষছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। জাহাজটি একজন ইসরাইলি ধনকুবেরের বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাদ্যম। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, ‘প্রাপ্ত তথ্য পর্যালোচনা করার পর আমাদের বিশ্বাস ইরান সম্ভবত হামলা চালিয়েছে। মার্কিন কেন্দ্রীয় কমান্ডের কমান্ডার জেনারেল মাইকেল এরিক কুরিলা বুধবার জানান, ইসরাইলি ট্যাংকারটি লাইবেরিয়ার পতাকাবাহী ছিল। এটির নাম প্যাসিফিক জিরকন। ট্যাংকারটি পরিচালনা করে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান প্যাসিফিক শিপিং, এ কোম্পানিটির মালিক হলেন ইসরাইলি ধনকুবের ইদান ওফার। বিবৃতিতে প্যাসিফিক শিপিং নামে কোম্পানিটি জানিয়েছে, তেলবাহী ট্যাংকার প্যাসিফিক জিরকন গ্যাস নিয়ে যাচ্ছিল, ওই সময় ওমান উপক‚ল থেকে ২৪০ কিলোমিটার দূরে একটি নিক্ষিপ্ত বস্তু আঘাত হানে। আমরা ক্রুদের সঙ্গে যোগাযোগ করেছি। কোনো আহত বা দূষণের তথ্য পাওয়া যায়নি। সব ক্রু নিরাপদ এবং ভালো আছেন। ট্যাংকারের কাঠামো অল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো পানি ঢোকেনি। সংবাদসংস্থা রয়টার্সকে ইসরাইলের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, তেলবাহী ট্যাংকারের ওপর ইরান হামলা চালিয়েছে। রাশিয়াকে ইরান যেসব ড্রোন সরবরাহ করেছে ওইরকম ড্রোন দিয়ে হামলা হয়েছে। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মধ্যপ্রাচ্য


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ