Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাষ্ট্রগুলোর পুনর্মিলন ও আঞ্চলিক সঙ্ঘাতের আপাত বিরতি

মধ্যপ্রাচ্যের পুনর্বিন্যাস ১

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২২, ১২:০১ এএম

মধ্যপ্রাচ্যে আমরা যা লক্ষ্য করছি তা হল, এক অর্থে, পুনর্মিলনী আবহ এবং আঞ্চলিক সঙ্ঘাতের একটি আপাত বিরতি। উপসাগরীয় কূটনীতিতে উত্তেজনা স্বাভাবিকীকরণ এবং সম্প্রীতির জন্য সম্প্রতি ব্যাপক উদ্যোগ নেয়া হয়েছে। সাম্প্রতিক আল-উলা সম্মেলনের মাধ্যমে উপসাগরীয় সঙ্কট আপাতদৃষ্টিতে সমাধান হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে।

প্রায় এক দশকের বৈরিতার পর তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই) একটি দ্রুতগতির সম্পর্ক প্রক্রিয়ায় নিযুক্ত হয়েছে। একইভাবে, সংযুক্ত আরব আমিরাত ও ইরানের মধ্যে সম্পর্কের বরফ গলার প্রক্রিয়ায় রয়েছে। কায়রো এবং আঙ্কারার মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের আলোচনা চলমান রয়েছে এবং সাম্প্রতিক মাসগুলোতে আঙ্কারা এবং রিয়াদের মধ্যে ইতিবাচক কূটনীতি বেড়েছে। এছাড়াও, মধ্যপ্রাচ্যে গত দশকে প্রাধ্যন্য পাওয়া দুটি প্রধান সঙ্ঘাত আরব বসন্ত এবং রাজনৈতিক ইসলাম সাম্প্রতিক আঞ্চলিক এজেন্ডাগুলোতে গুরুত্ব হারিয়েছে।

প্রতিদ্বন্দ্বী এবং বৈরি উপসাগরীয় দেশগুলো নিজেদের মধ্যে সমঝোতা এবং সম্পর্ক পুনরুদ্ধার করতে কাজ করলেও মূল বিরোধ নিষ্পত্তির প্রকৃত প্রচেষ্টার থেকে বহু দূরে অবস্থান করছে তারা। লিবিয়া, সিরিয়া, ইয়েমেন, পূর্ব ভূমধ্যসাগর এবং হর্ন অফ আফ্রিকা এখনও ভূ-রাজনৈতিক সঙ্ঘাতের লিপ্ত রয়েছে। একই অঞ্চলে এ ধরনের পরস্পরবিরোধী আবহ দুটি অবধারিত প্রশ্ন উত্থাপন করে: মধ্যপ্রাচ্য জুড়ে ঠিক কী ঘটছে, এবং আরো গুরুত্বপূর্ণভাবে, এটি কোন দিকে চালিত হচ্ছে?

উপসাগরীয় রাজনীতির চলমান পুনর্বিন্যাস আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে কোনো নতুন রাজনৈতিক চাল নয়, বরং এটি রাষ্ট্রগুলোর ভূ-রাজনৈতিক নীতি সংশোধন করার ফলাফল। কারণ আঞ্চলিক এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটগুলো সঙ্ঘাত হ্রাসের পক্ষে। মধ্যপ্রাচ্যে বিরোধের বিষয়ে বাইডেন প্রশাসনের দৃষ্টিভঙ্গি এবং যুক্তরাষ্ট্রের প্রস্থান, ভূ-রাজনৈতিক প্রতিযোগিতার বিভিন্ন ক্ষেত্রে অচলাবস্থা, প্রতিদ্বন্দ্বী দেশগুলোর মধ্যে মতাদর্শগত ক্লান্তি, আঞ্চলিক শক্তিগুলোর জাতীয় ও অর্থনৈতিকসহ অন্যান্য কৌশলগত অগ্রাধিকারগুলো পরিবর্তনের কারণগুলোর সংমিশ্রণে এই পুনর্বিন্যাস চালিত হচ্ছে। সূত্র : ন্যাশনাল ইন্টারেস্ট। (চলবে)



 

Show all comments
  • আবদুল মান্নান ১২ জানুয়ারি, ২০২২, ২:৪২ এএম says : 0
    আপাত বিরতি নয় স্থায়ী বিরতি হওয়া দরকার
    Total Reply(0) Reply
  • হাবীব ১২ জানুয়ারি, ২০২২, ৫:৩৯ এএম says : 0
    মধ্যপ্রাচ্যের দেশগুলো ঐক্যবদ্ধ হলে তারাই বিশ্ব শাসন করতো
    Total Reply(0) Reply
  • শরীফ খুরশীদ আলম ১২ জানুয়ারি, ২০২২, ৫:৩৯ এএম says : 0
    আঞ্চলিক সঙ্ঘাতের কারণে তারা পিছিয়ে আছে।
    Total Reply(0) Reply
  • মাজহারুল ইসলাম ১২ জানুয়ারি, ২০২২, ৫:৪১ এএম says : 0
    উপসাগরীয় রাজনীতির চলমান পুনর্বিন্যাস আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে কোনো নতুন রাজনৈতিক চাল নয়, বরং এটি রাষ্ট্রগুলোর ভূ-রাজনৈতিক নীতি সংশোধন করার ফলাফল।
    Total Reply(0) Reply
  • খালিদ মুহাম্মদ সাইফুল্লাহ ১২ জানুয়ারি, ২০২২, ৫:৪১ এএম says : 0
    পরবর্তী অংশের অপেক্ষায় রইলাম
    Total Reply(0) Reply
  • Md. zakiul islam ১২ জানুয়ারি, ২০২২, ১০:১৭ এএম says : 0
    রাজতন্ত্র এবং স্বৈর তন্ত্রের বিদায় মধ্যপ্রাচের সমস্যার এক মাত্র সমাধান ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মধ্যপ্রাচ্যে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ