Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পর্দায় বাপ্পীর কণ্ঠ দেন ইভান সাইর

| প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: চলতি বছর মুক্তি পাওয়া দুটি সিনেমা সুইট হার্ট ও ওয়ান ওয়ের মতো ‘আমি তোমার হতে চাই’ সিনেমাতে নায়ক বাপ্পীর হয়ে কণ্ঠ দিয়েছেন উপস্থাপক ইভান সাইর। বাপ্পীর ভুল উচ্চারণের কারণে তার ডাবিং অন্যদের দিয়ে করানো হয় বলে নির্মাতারা জানান। এ কারণে সিনেমায় বাপ্পীর মুখ থেকে যে সংলাপ বের হয়, তা তার নয়, অন্যের। বাপ্পীর কণ্ঠে অন্যের কণ্ঠ নিয়েই আজ মুক্তি পাচ্ছে আমি তোমার হতে চাই সিনেমাটি। ডাবিং শিল্পী ইভান বলেন, আমি আসলে ডাবিং শিল্পী নই। অনুষ্ঠান উপস্থাপক হিসেবে কাজ করে থাকি। তাই এই পরিচয়েই সম্মানিত বোধ করি। এর আগে আমি বিজ্ঞাপনে কণ্ঠ দিয়েছি অনেকবার, এখনো কাজ করে যাচ্ছি। অভিনয় আমার কাছে ভালো লাগে। মঞ্চে কাজ করলেও পর্দায় কখনো কাজ করা হয়নি। হঠাৎ করেই চলচ্চিত্রে ডাবিং করার অফার পেয়ে রাজি হয়ে গেলাম। ভাবলাম নিজের অভিনয় যোগ্যতা এবার যাচাই করে নিতে পারব। তাই সিনেমায় কণ্ঠ দেওয়া। ডাবিং নিয়ে মাঝে একটু বিব্রতকর অবস্থায় পড়েছিলাম। কারণ আমি তোমার হতে চাই সিনেমার ডাবিং নিয়ে মামলা চলছিল। যদিও বিষয়টা এরই মধ্যে শেষ হয়েছে। তবে নায়ক বাপ্পীর সঙ্গে আমার স¤পর্ক অনেক ভালো, আমরা অনেক কাছের বন্ধু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পর্দা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ