বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মিয়ানমার সীমান্তের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে মাদকবিরোধী এক যৌথ অভিযানে সন্ত্রাসীদের গুলিতে নিহত ডিজিএফআইয়ে কর্মরত বিমানবাহিনীর কর্মকর্তা রেজওয়ান রুশদীর দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা এলাকায় চক্ষু হাসপাতাল চত্বরের কবর স্থানে তাঁকে দাফন করা হয়।
জানা গেছে, নিহত রেজওয়ান রুশদি রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের পুঁইজোর গ্রামের ডা. আব্দুল মতিনের ছেলে। ৫ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম চলছে।
ইতিপুর্বে ঢাকা ক্যান্টেনমেন্টে ১ম দফা তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে বিকাল সোয়া ৩টার দিকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে তাঁর মরদেহ পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে নেওয়া হয়। সেখানে বিমানবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।
এ সময় পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মাসুদুর রহমানসহ বিমানবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সোমবার রাতে মিয়ানমার সীমান্তের তুমব্রু পয়েন্টে মাদক পাচারকারী সন্ত্রাসীদের গুলিতে তিনি নিহত হন। এসময়ে আরো এক মহিলা নিহত হয় এবং এক র্যাব সদস্য আহত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।