মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অবশেষে জি-২০ সম্মেলনে অংশ নিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। মঙ্গলবার সকালে সম্মেলনে যোগ দেন তিনি। এ সময় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো তাকে অভ্যর্থনা জানান।
জো বাইডেন, শি জিনপিং, রজব তাইয়্যেব এরদোয়ান এবং ইমানুয়েল ম্যাক্রোঁর মতো নেতারা যোগ দিলেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবারের সম্মেলনে অংশ নিচ্ছেন না। ভার্চুয়াল মাধ্যমেও কোনও বৈঠকে তিনি অংশ নেবেন কিনা সেটিও নিশ্চিত নয়। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হওয়ার কথা রয়েছে। যদিও তার দেশ এই জোটের সদস্য নয়।
সম্মেলনে রাশিয়ার প্রতিনিধিত্ব করছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তবে বালিতে পৌঁছানোর পর সোমবার তাকে হাসপাতালে নেয়া হয়। ইন্দোনেশিয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম এপির এমন খবরের পর ল্যাভরভের শারীরিক অবস্থা নিয়ে নানা গুঞ্জন তৈরি হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্রের বরাত দিয়ে এপি জানিয়েছে, রুশ পররাষ্ট্রমন্ত্রীর হার্টের সমস্যা রয়েছে। পরে বালির গভর্নর আই ওয়ায়ান কোস্টার রয়টার্সকে জানান, চেকআপের জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তিনি সুস্থ রয়েছেন।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র মারিয়া জাখারোভা এপির এ সংক্রান্ত প্রতিবেদনটিকে প্রতারণামূলক হিসেবে আখ্যায়িত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।