Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মূল আলোচনা অর্ন্তবর্তীকালীন ও পরবর্তীতে জাতীয় সরকার গঠন

গণতন্ত্র মঞ্চের সঙ্গে আজ বিএনপির মতবিনিময়

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার অংশ হিসেবে গণতন্ত্র মঞ্চের শরিক সাতটি দলের সঙ্গে মতবিনিময় করবে বিএনপি। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আজ এ মতবিনিময় অনুষ্ঠিত হবে। মঞ্চের উদ্যোগেই বিএনপির সঙ্গে এই আলোচনা হচ্ছে। এর আগে বাংলাদেশ জাসদ, গণফোরামের সঙ্গেও গণতন্ত্র মঞ্চের আলোচনা হয়েছে।

মঞ্চের নেতারা জানান, মূলত বর্তমান সরকারের পদত্যাগের পর অর্ন্তবর্তীকালীন সরকার গঠন, নির্বাচনের পর জাতীয় সরকার গঠন ও রাষ্ট্র সংস্কারের বিষয়টি আলোচনায় প্রাধান্য পাবে। এই ইস্যুগুলোতে বিএনপির অবস্থান জানতে চাইবেন তারা।
বিএনপির দলীয় সূত্রে জানা যায়, বিএনপি মহাসচিবের নেতৃত্বে প্রতিনিধি দলে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ অনেকে থাকতে পারেন।
গণতন্ত্র মঞ্চের গত ১৩ নভেম্বর অনুষ্ঠিত বৈঠকে বিএনপির সাথে মতবিনিময় নিয়ে আলোচনা হয়। কী কী বিষয়ে আলোচনা করা হবে, কী থাকতে পারে, কয়জন নেতা অংশগ্রহণ করবেন, এসব বিষয়ে কথা বলেছেন সাতদলীয় এই জোটের নেতারা।
গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা জোনায়েদ সাকি বলেন, বিএনপির সঙ্গে আলোচনায় গণতন্ত্র মঞ্চের ১৪ জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন। প্রত্যেকটি দলের সভাপতি ও সাধারণ সম্পাদক অথবা অন্য কেউ প্রতিনিধি দলে থাকবেন। প্রতি দলের দুই জন করে সব মিলিয়ে আলোচনায় ১৪ জন অংশগ্রহণ করবেন।
আলোচনার বিষয় নিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, মূলত বর্তমান ক্ষমতাসীন সরকারের পদত্যাগ, অর্ন্তবর্তীকালীন সরকার, সেই সরকারের পরিস্থিতি পর্যালোচনা, শাসনব্যবস্থা পরিবর্তনের রূপরেখা, যুগপৎ আন্দোলনসহ দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।
গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, সব দল থেকে দুজন করে যাবেন। আলোচনার মূল জায়গায় কী থাকবে তা আমরা গত ১৩ নভেম্বর অনুষ্ঠিত বৈঠকে স্পষ্ট করেছি। বিএনপি যে লাইনে দেশের বর্তমান অবস্থাকে দেখে, আমরা সেভাবে দেখি না। বিএনপি মনে করে শেখ হাসিনার পতনেই সমাধান। আমরা মনে করি, কেবল শেখ হাসিনার পতনেই নয়, একইসঙ্গে বর্তমান রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন আনতে হবে। তাহলে প্রকৃত সমাধান আসবে। ব্যবস্থা বলতে গত ১৩ বছরে সরকার দেশের বিচার ব্যবস্থা, প্রশাসন ব্যবস্থা নষ্ট করে ফেলেছে। ফলে তিন মাস পর ক্ষমতার পরিবর্তন এলে, যারা আসবে তারাও নিপীড়কই থাকবে। সে কারণে আমরা যদি প্রশাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থায় সংস্কার না আনি, তাহলে জনগণের কোনও লাভ নেই।
বিএনপির চলমান রাজনৈতিক মতবিনিময় প্রথম শুরু হয় নাগরিক ঐক্যের সঙ্গে। চলতি বছরের ২৪ মে দলটির সঙ্গে আলোচনা করে বিএনপি। প্রথম পর্বে বিএনপি মোট ২২টি দলের সঙ্গে মতবিনিময় করে। ৩ আগস্ট গণঅধিকার পরিষদের সাথে মতবিনিময়ের মাধ্যমে প্রথম দফার আলোচনা শেষ হয়। এরপর দ্বিতীয় পর্বের মতবিনিময় শুরু হয় ২ অক্টোবর। বাংলাদেশ কল্যাণ পার্টির সঙ্গে গুলশানে চেয়ারপারসনের অফিসে মতবিনিময়ের মাধ্যমে সেটা শুরু হয়। এ পর্বে বিএনপি ইতোমধ্যে ৮টি দলের সাথে মতবিনিময় করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ