বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়া অফিস : বগুড়ার শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম হৃদয় সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে অবাধে বালু উত্তোলন করছেন । এর ফলে একদিকে যেমন হুমকির মুখে পড়েছে ওই এলাকার ফসলি জমি ও ব্রিজ অন্যদিকে স্থানীয়দের মাঝে চাপা উত্তেজনা বিরাজ করছে ।
জানা গেছে, উপজেলার খোট্রাপাড়া ইউনিয়নের বোহাইল থেকে হরিতলা পর্যন্ত ১৮শ’৫০ মিটার রাস্তা পাকা করণ কাজে বালু সরবরাহ করার জন্য স্বেচ্ছাসেবকলীগ নেতা শফিকুল ইসলাম নারিল্যা ব্রিজের কাছ থেকে বাঙ্গালী নদীর একটি শাখা খালে ড্রেজার মেশিন বসিয়ে এক সপ্তাহ যাবৎ শ্যালো মেশিনের সাহায্যে বালু উত্তোলন করছেন । শফিকুল পাওয়ার পার্টির প্রভাবশালী নেতা হওয়ার কারণে তার বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পাচ্ছে না । খালের পাশের এক জমির মালিক নাম প্রকাশ না করার শর্তে জানান, বালু উত্তোলনের ফলে ইতোমধ্যেই তার জমির পাড়ে ভাঙন সৃষ্টি হয়েছে । তবুও তিনি স্বেচ্ছাসেবকলীগ নেতার ভয়ে মুখ খুলতে পারছে না । গতকাল বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ড্রেজার মেশিনের মাধ্যমে খাল থেকে ৮/১০ জনের একটি দল অবাধে বালু উত্তোলন করে ১ বিঘা জায়গার ওপর বিশাল স্তু‘প করছে।
এ বিষয়ে অভিযুক্ত শফিকুল ইসলাম হৃদয় নিজেকে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ- সভাপতি পরিচয় দিয়ে বলে, আমরা পাওয়ার পর্টির লোক হয়ে যদি এই সুবিধাটুকুও না পাই তাহলে দল করে কি লাভ হল ? উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ শাফিউল ইসলামকে বিষয়টি জানান হলে তিনি বলেন ,অতি দ্রত আইনগত পদক্ষেপ নিচ্ছি ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।