বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে এখন স্বাধীনতার ইতিহাস নিয়ে যেটা হচ্ছে সেটা প্রকৃত ইতিহাস নয়, সেটা প্রচারণা। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে যা বলা হচ্ছে তাতে সত্যটা বলা হচ্ছে না। মুক্তিযুদ্ধের ইতিহাস শুরু হয়েছে শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে। কিন্তু সেটা এখন আবার আইন করে বন্ধ করে দেয়া হচ্ছে।
তিনি গতকাল (বৃহস্পতিবার) বিকেলে নাসিমন ভবনস্থ নুর আহমেদ সড়কে বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। তিনি বলেন, ইতিহাসের নামে আজ সকাল-বিকেল গল্প শোনানো হচ্ছে। কিন্তু সময়মত জনগণ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবে। তিনি বলেন, সেদিন মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ছিল গণতন্ত্র, মানুষের ভোটাধিকার অর্জনের জন্য। কিন্তু দুঃখের বিষয় এখন আবার দেশে সেই আন্দোলন করতে হচ্ছে গণতন্ত্র, জনগণের ভোটাধিকার, মানবাধিকার ফিরিয়ে আনার জন্য। যারা জনগণের ভোটাধিকার কেড়ে নেয় তারা ক্ষমতায় থাকার জন্য বাকি অধিকার গুলোও কেড়ে নেয়, নাহলে তারা ক্ষমতায় থাকতে পারে না। অনেক সাংবাদিক আমাদেরকে বলে, আমরা এখন সাংবাদিক নেই আমরা এখন ম্যানেজার হয়ে গেছি, অর্থাৎ আমাদেরকে ম্যানেজ করে চলতে হচ্ছে।
তিনি বলেন, বিএনপি যে প্রস্তাবনা দিয়েছে তা জনগণের প্রত্যাশা অনুযায়ী দেয়া হয়েছে। আওয়ামী লীগ এখন এই প্রস্তাবনা নিয়ে হিমশিম খাচ্ছে, কারণ তাদের জনগণের কাছে যাওয়ার সুযোগ নেই। আলোচনার মাধ্যমে, সমঝোতার মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে সমস্যার সমাধান করতে হবে।
এতে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, বিএনপি নেতা মোহাম্মদ মিয়া ভোলা, এম এ আজিজ, সামসুল আলম, এস এম সাইফুল আলম, হারুন জামান, শেখ নুরুল্লাহ বাহার, এস্কান্দর মির্জা, কাউন্সিলার আবুল হাশেম, শফিকুর রহমান স্বপন, ইয়াসিন চৌধুরী লিটন, সামসুল আলম, কাউন্সিলার মনোয়ারা বেগম মনি, অ্যাড. মফিজুল হক ভুঁইয়া, আনোয়ার হোসেন লিপু, ফাতেমা বাদশা প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।