Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বড় জয়ে শুরু যুবাদের বড় জয়ে শুরু যুবাদের

| প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : সেমিফাইনালে চোখ রেখে এশিয়া অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে অংশ নিয়েই দেশবাসীকে সুখবর দিয়েছে মেহেদী হাসান মিরাজের উত্তরসূরিরা। বড় জয়ে শুরু করেছে সাইফ হাসানের দল এশিয়া অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে। ১৬ বছর বয়সী পেস বোলার মুকিদুল (৩/২৯) এবং ১৮ বছর বয়সী বাঁ-হাতি পেস বোলার কাজি অনীকের (৪/২২) বোলিং এবং অধিনায়ক সাইফ হাসানের ক্যাপ্টেনস নক ইনিংসে (৬৭ রান) ৪১ বল হাতে রেখে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ৪ উইকেটে হারিয়ে আসর শুরু করেছে বাংলাদেশ যুবারা।
মাতারার উনায়ত্ত স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক সাইফ হাসান। মুকিদুল-অনিকের তোপে স্কোরশিটে ৪৯ উঠতে ৪ উইকেট হারানোর পর ৫ম জুটিতে ৫৪ রান যোগ করে খেলায় ফেরার আভাস দিলেও কাজি অনীক এবং মুকিদুলের দ্বিতীয় স্পেলে তোপের মুখে পড়ে মাত্র ৩৯ রানে শেষ ৬ উইকেট হারায় আফগানিস্তান।
জবাব দিতে এসে স্কোরশিটে ৬৮ উঠতে ৩ ব্যাটসম্যানকে হারানোর পর ৪র্থ জুটির ৭৪ রানে ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জয়ের পথ সুগম করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। অধিনায়ক সাইফ একপ্রান্ত আগলে রেখে দলকে জয়ের বন্দরে দিয়েছেন পৌঁছে (১২৯ বলে ১০ বাউন্ডারিতে ৬৭ রান)। তবে জয়ের খুব কাছে থেকে মাত্র ৪ রানে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৩ উইকেট না হারালে জয়টা হতে পারতো আরো বড়। আজ গল এ বাংলাদেশ ‘বি’ গ্রæপের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে। এই ম্যাচ জিতলে সেমিফাইনালের পথে পা বাড়াবে বাংলাদেশ যুবারা।
আফগানিস্তান : ১৪৬/১০(৪৮.৩ ওভারে), নিসার ৩২, পারভিজ ২৩, নাভিন ২৭, মুকিদুল ৩/২৯, কাজি অনীক ৪/২২, নাইম ১/২২, সজীব ১/২৩। বাংলাদেশ : ১৫০/৬ ( ৪৩.১ ওভারে), সাইফ হাসান ৬৭, অঙ্কন ১২, আফিফ ১৯, হাবিবুর ০, রাফসান ৩২, কাজি অনীক ০, নাইম হাসান ০ (অপ.), জাকির খান ২/২১। ফল : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৬ উইকেটে জয়ী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বড়

১২ ফেব্রুয়ারি, ২০২৩
২১ অক্টোবর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২ অক্টোবর, ২০২২
২২ সেপ্টেম্বর, ২০২২
২০ সেপ্টেম্বর, ২০২২
১০ সেপ্টেম্বর, ২০২২
৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ