Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই শহীদকে স্মরণ করবে আজ বিসিবি

| প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : বিজয় দিবস এলেই প্রথম শ্রেণির ক্রিকেটার শহীদ আবদুল হালিম চৌধুরী জুয়েল এবং ক্রিকেট সংগঠক মোস্তাক হোসেনকে স্মরণ করে বিসিবি। এবারো সেই ধারাবাহিকতায় মহান স্বাধীনতা যুদ্ধে দুই শহীদকে স্মরণ করবে বিসিবি। অতীতের মতো আজও মহান বিজয় দিবসে শহীদ জুয়েল এবং শহীদ মোস্তাক একাদশের ব্যানারে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। বেলা ৩টা ৩০ মিনিটে শুরু হবে টুয়েন্টি-২০ ফরমেটের এই ম্যাচ। শহীদ জুয়েল একাদশকে নেতৃত্ব দিবেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। শহীদ মুশতাক একাদশকে নেতৃত্বে থাকছেন সাবেক অধিনায়ক ও বিসিবি ক্রিকেট অপরেশন কমিটির চেয়ারম্যান ও বিসিবি পরিচালক আকরাম খান।
শহীদ জুয়েল একাদশ : খালেদ মাসুদ পাইলট (অধিনায়ক), শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, জাভেদ ওমর বেলিম, মেহরাব হোসেন অপি, জাহাঙ্গীর আলম, হাসানুজ্জামান, নিয়ামুর রশিদ রাহুল, ফারুক আহমেদ, এনামুল হক মনি, মোহাম্মদ আলী, মোর্শেদ আলী খান, শফিউদ্দিন আহমেদ, তালহা জুবায়ের, আনিসুর রহমান।
শহীদ মুশতাক একাদশ : আকরাম খান (অধিনায়ক), হারুনুর রশিদ লিটন, হান্নান সরকার, হাবিবুল বাশার, মিনহাজুল আবেদিন নান্নু, নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজন, জামাল উদ্দীন বাবু, আলমগীর কবির, সাইফুল ইসলাম, মোহাম্মদ রফিক, সাজ্জাদ আহমেদ শিপন, সাইফুল­াহ খান, হাসিবুল হোসেন শান্ত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শহীদ

১১ ফেব্রুয়ারি, ২০২৩
১০ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ