বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহীর গোদাগাড়ী রেল বাজার এলাকায় বাস ও পুলিশ ভ্যানের মুখোমুখি সংঘষ হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে। এই ঘটনায় দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।
আহত দুই পুলিশ সদস্য হলেন, গোদাগাড়ী থানার কনস্টেবল মোঃ আঃ হালিম (৪০) ও মোঃ জিন্নাচ আলী। রাজশাহী গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ডিউটি চলাকালিন অবস্থায় গোদাগাড়ী থানার রেল বাজার এলাকায় ঢাকা হইতে চাঁপাইনবাবগঞ্জে গামী হানিফ বাস পুলিশের ভ্যানকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় দুই পুলিশ সদস্য। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাস্পাতালের নিয়ে যায়। বর্তমানে তারা হাসপাতালের ৩১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
ওসি বলেন, ঘটনার পর থেকে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।