বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাঁচ জেলায় পৃথক পৃথক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে ফেনীতে যাত্রীবাহী বাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে ৪ নিহত হয়। বিভিন্ন স্থানে এসব ঘটনায় আহত হন আরো বেশ কয়েকজন। মঙ্গলবার রাত ও গতকাল বুধবার বিভিন্ন সময়ে ঘটনাগুলো ঘটে। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে’র প্রতিবেদনে-
ফেনী জেলা সংবাদদাতা জানান, ফেনীতে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যান লরীর সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরো ১২। গতকাল দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর দুলামিয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আহতদের ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। নিহতরা হলেন, নামজুল, রিয়াজ উদ্দিন এবং বাকিদের পরিচয় পাওয়া যায়নি। নিহত নাজমুল কাভার্ড ভ্যানের সহযোগী এবং রিয়াজ উদ্দিন ল²ীপুর জেলার ভবানীপুরের বাসিন্দা। ফেনীর হাইওয়ে থানার (ওসি) মোস্তফা কামাল ইনকিলাবকে বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় মহাসড়কের দুলামিয়া নামক স্থানে উল্টো পথে আসা একটি কাভার্ডভ্যান লরীর সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক ৪ জনকে মৃত. ঘোষণা করেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে জানান, মাগুরায় উপজেলার শতখালীতে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গতকাল সকালে মোটরসাইকেল ও যাত্রীবাহি বাস মুখোমুখি সংঘর্ষে শতখালী গ্রামের মো. হারুন মোল্লার ছেলে মোটরসাইকেল আরোহী মামুন হোসেন ঘটনাস্থলে নিহত হন।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, আড়াইহাজার উপজেলার প্রভাকরদী থেকে আসা যাত্রীবাহী লেগুনার ওপর বিপরীত থেকে আসা একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন নিহত হয়েছেন। গতকাল বিকেলে উপজেলার আড়াইহাজার-মদনপুর সড়কে ঘটনা ঘটে। ঘটানস্থলে এক ও হাসপাতালে নেওয়ার পর অপরজনের মৃত্যু হয়। নিহতরা হলেন, উপজেলার সদর পৌরসভার কৃষœপুরা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে রতন ও ব্রাক্ষন্দী ইউনিয়নের লস্বকরদী গ্রামের বিল্লালের ছেলে দীন ইসলাম।
গফরগাঁও (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, গফরগাঁও উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎতের খুঁটির সাথে ধাক্কায় মুহাম্মদ আরিফ নামে শিক্ষার্থী নিহত হয়েছে। এসময় আহত হন মুহাম্মদ নাদিম নামে অপর আরোহী। গত মঙ্গলবার রাতে গফরগাঁও থেকে ময়মনসিংহ খান বাহাদুর ইসমাঈল সড়কের ৪ নম্বর সালটিয়া ইউনিয়নের বাগুয়া গ্রামে ঘটনাটি ঘটে। আরিফ উপজেলার সালটিয়া ইউনিয়নের রৌহা গ্রামের মো. হেকমত আলীর ছেলে। সে রৌহা কারিগরি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ছিলেন।
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা জানান, উপজেলার বাঘইল রাইচ মিলের সামনে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নান্টু বিশ্বাস নামে একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তি সলিমপুর ইউনিয়নের মানিকনগর বিশ্বাসপাড়া গ্রামের মজিদ বিশ্বাসের ছেলে ও ঈশ্বরদী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের রোসেম কোম্পানির শ্রমিক।
টঙ্গী সংবাদদাতা জানান, টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের নিহত হয়েছে। গতকাল দুপুরে টঙ্গীর তিস্তা গেট এলাকা রেললাইন থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে ওই যুবক রেললাইন দিয়ে হাঁটছিলেন। এ সময় পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।