Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

কালিয়াকৈরে স্বর্ণকারের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ

কালিয়াকৈর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২২, ৫:৫৭ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে কিশোর সরকার নামে এক স্বর্ণকারের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে উপজেলার চাপাইর ইউনিয়নের আষাড়িয়াবাড়ী নামা পাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন আষাড়িয়াবাড়ী নামাপাড়া গ্রামের শিশির সরকারের বড় ছেলে শ্বরণ সরকার (২২) ও মেজো ছেলে সূর্জয় সরকার (১৮)।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে প্রতিদিনের মতো দোকানে যাচ্ছিলেন স্বর্ণকার কিশোর সরকার। যাবার পথে অভিযুক্ত সন্ত্রাসী সূর্জয় সরকার তাকে নাম ধরে খারাপ মন্তব্য করে। পরে তার প্রতিবাদ করে কিশোর সরকারকে অকথ্য ভাষায় গালাগাল করে। এক পর্যায়ে বড় ভাই শ্বরণ সরকারেকে ফোন করে ডেকে এনে স্বর্ণকার কিশোরের উপর ঝাপিয়ে পড়ে এলোপাথাড়ি মারধর করে। এবং তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়।
এ ঘটনায় বাদী হয়ে বুধবার দুপুরে কিশোর সরকার বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

কালিয়াকৈর থানার ওসি অপারেশন মোঃ জোবায়ের জানান, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিযোগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ