মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : আগামী ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন ১৬ বছর বয়স্ক প্রতিভাবান সুন্দরী সঙ্গীতশিল্পী জ্যাকি ইভানচো। বুধবার এই তন্বী গায়িকা এনবিসির টুডে অনুষ্ঠানে বলেন, এশটি অসাধারণ ঘটনা ঘটতে যাচ্ছে। আমি খুব উত্তেজনা বোধ করছি। ইভানচোর সঙ্গীত পরিবেশনের বিষয়টি টুইটারে নিশ্চিত করেছেন ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের যোগাযোগ বিষয়ক পরিচালক। তিনি লেখেন, ইভানচো সকল মার্কিনীর অনুপ্রেরণা। ২০১৩ সালে বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার অভিষেক অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশন করেছিলেন বিয়ন্স। বিয়ন্স পরে বলেছিলেন, তিনি ব্যাকগ্রাউন্ডে সঙ্গীতের সঙ্গে ঠোঁট মিলিয়েছিলেন। ইভানচো এর আগে ওয়াশিংটনে অনুষ্ঠান করেছেন। এ ছাড়াতিনি স্বাধীনতা দিবসের কনসার্টেও সঙ্গীত পরিবেশন করেন। ২০১০ সালে ইভানচো এনবিসির আমেরিকাস গট ট্যালেন্ট অনুষ্ঠানে রানারআপ হয়েছিলেন। ফক্স নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।