মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন নির্বাচনে জালিয়াতির অভিযোগ থেকে সরছে না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শিবির। ইতিমধ্যে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের জয় নিশ্চিত হয়ে গেছে। রুশ সংবাদমাধ্যম আরটি জানায়, পরাজয়ের দিনও প্রেসিডেন্ট ট্রাম্প টুইটবার্তায় ভোট চুরির অভিযোগ তোলেন। এর মধ্যে তার আইনজীবীও নির্বাচনে জালিয়াতির কথা তুললেন। ট্রাম্পের আইনজীবী রুডি জিলিয়ানির ভাষ্য, ‘কবর থেকে উঠে এসে ডেমোক্র্যাটরা ভোট দিয়েছে।’ পেনসিলভানিয়ায় ভোট জালিয়াতি নিয়ে প্রাথমিকভাবে কাজ করছেন বলে তিনি জানান। জিলিয়ানির দাবি, ‘অসাধু উপায়ে অঙ্গরাজ্যটিতে জিতেছেন বাইডেন।’ এক টুইটবার্তায় ট্রাম্পের আইনজীবী বলেন, ‘নির্বাচনীর দিন রাতেও ৮ লাখ ভোটে এগিয়ে ছিলেন ট্রাম্প। এরপর লাখ লাখ পোস্টাল ভোট গণনা করা হলো রিপাবলিকানদের কোনো পর্যবেক্ষক ছাড়াই।’ পেনসিলভানিয়ায় শুরু থেকে এগিয়ে ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে বিপুল পরিমাণ আগাম ভোটের কারণে ভোট গণনা দীর্ঘ সময় লেগে যায়। এতে আরও বেশি উত্তেজনা তৈরি হয়। শেষপর্যন্ত দেখা যায়, রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে হারিয়ে অঙ্গরাজ্যটি জিতে নেন বাইডেন। জিলিয়ানির অভিযোগ, মৃত মানুষদের ভোটও গণনা করা হয়েছে পেনসিলভানিয়ায়। কবর থেকে উঠে এসে তারা ভোট দিয়েছেন। তিনি বলেন, ‘ফিলাডেলফিয়া শহরের নির্বাচনী প্রক্রিয়ার ওপর বাইডেনের নিয়ন্ত্রণ ছিল। আমরা এটি বের করব।’ শহরটির আগের নির্বাচনগুলোতে প্রয়াত হেভিওয়েট বক্সার জো ফ্রেজিয়ার এবং অভিনেতা উইল স্মিতের মৃত দাদাকে ভোট দিতে দেখা যায় বলে জিলানি দাবি করেন। জিলানি বলেন, ‘জো ফ্রেজিয়ার ২০১৮ সালে মারা যান, এরপরেও তিনি কয়েকমাস পরে শহরটির নির্বাচনে ভোট দেন। স্মিথের দাদা মারা ২০১৬ সালে এবং তিনি পরের দুই বছরে নির্বাচনে ভোট দেন।’ এমন পরিস্থিতিতে পেনসিলভানিয়ার ভোট গণনার ওপর নিরীক্ষা চালানোর দাবি জানান তিনি। এমনকি জালিয়াতির অভিযোগ নিয়ে আদালতের যাওয়ার ঘোষণাও দেন। আরটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।