কারাগারে বিদেশী বন্দীদের মধ্যে সামগ্রী বিতরণ
| প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম
রাজশাহী ব্যুরো : রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আটক বিদেশীদের মধ্যে শীতবস্ত্রসহ বিভিন্ন সামগ্রী গতকাল বিতরণ করা হয়েছে। রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিট তাদের আরএফএল কর্মসূচির অংশ হিসাবে এসব সামগ্রী বিতরণ করে। এসময় উপস্থিত ছিলেন সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু, জেলার সাহাদত হোসেন, ডেপুটি জেলার বিলাল উদ্দিন ও যুব রেড ক্রিসেন্ট সদস্য জুইসি, নিউট্রন, সুজন। বিদেশী কারাবন্দীদের হাতে সোয়েটার, শার্ট, ট্রাউজার, স্যান্ডেল, গেঞ্জী, ব্রাস, টুথ পাউডার, কাপড়, কাঁচা সাবান, গোসলের সাবান, লুডুর প্যাকেট দেয়া হয়। উল্লেখ্য বিদেশী বন্দীদের স্বজনরা কেউ এদের খুব একটা খোঁজ খবর নেয়না। তাই এরা প্রয়োজনীয় অনেক জিনিস থেকে বঞ্চিত হয়। সেদিকে খেয়াল রেখে রেড ক্রিসেন্ট সোসাইটি দেশের কারাগার গুলোয় আটক বন্দীদের এসব দ্রব্য সহযোগিতা দিয়ে থাকে।