Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিকলীতে দুই সাংবাদিকের ”মায়ের “দাফন সম্পন্ন

নিকলী (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২২, ৪:৫২ পিএম | আপডেট : ৪:৫৪ পিএম, ৩ নভেম্বর, ২০২২

কিশোরগঞ্জের নিকলী উপজেলা সদরের মীরহাটি গ্রামের প্রয়াত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কুতুব উদ্দিন স্যারের স্ত্রী ও নয়াদিগন্ত পত্রিকার ক্রীড়া সাংবাদিক মোক্কাম্মেল হোসেন এবং দৈনিক কালবেলা পত্রিকার সাংবাদিক তোফায়েল হোসেনের মা , মোছাম্মদ কুলসুম বেগম (৬৭) গতকাল (২) নভেম্বর ঢাকাস্থ গোপিবাগের বাসায় সন্ধার সময় ইন্তেকাল করেন । ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাযিউন । মরহুমার লাশ গতরাত ৩ টার সময় গ্রামের বাড়িতে আনা হয় । আজ (৩) নভেম্বর সকাল ১০ টায় নিকলী ঈদ্গাহ মাঠে জানাযা শেষে নিকলী পুকুরপাড় সামাজিক কবর স্থানে সমাহিত করা হয় । জানাযা নামাজে উপস্থিত ছিলেন , সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কারার সাইফুল ইসলাম , উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ , সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কারার শাহরিয়ার আহম্মেদ তুলিপ , নয়াদিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি আহম্মদ আমিন সহ উপজেলার বিভিন্ন পত্রিকার সাংবাদিকগন । স্যারের স্ত্রীর মৃত্যুত্বে শোক প্রকাশ করেছেন নিকলী উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোট এবং মহান আল্লহর দরবারে মরহুমার রুহের মাগফিরাত কমনা করেন ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দাফন সম্পন্ন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ