Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা চার জেলায় নিহত ৫

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২২, ১:২৩ এএম

দেশের পাঁচ জেলায় পৃথক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫ জন। এসব ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। গত মঙ্গলবার দিবাগত রাত ও বুধবার দিনের বিভিন্ন সময়ে ঘটনাগুলো ঘটে। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে’র প্রতিবেদনে-

রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহীতে মোটরসাইকেল ধাক্কায় সুরুউদ্দিন নামের এক পথচারীর মৃত্যু হয়েছেন। গত মঙ্গলবার রাত ৯টায় দিকে নগরীর তালাইমারি শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে। নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলাম জানান, রাতে তালাইমারী শহীদ মিনার এলাকায় রাস্তা পারাপার হচ্ছিলেন নুরুদ্দিন। এ সময় তালাইমারীগামী এক মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন ওই নুরুদ্দিন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রæত রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেন। এসময় জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফরিদপুর জেলা সংবাদদাতা জানান, ফরিদপুরে দিগন্ত পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ইয়াসমিন নামে এক নারী নিহত হন। এ সময় অন্তত ১০ জন যাত্রী আহত হয়। ফরিদপুরের হাইওয়ে থানার ওসি শহিদুর রহমান এ তথ্য জানান। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে ফরিদপুরের খন্দকার নুরু মিয়া বাইপাস মহাসড়কের গোয়ালকান্দি নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। এ সময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং আহতদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজবাড়ি জেলা সংবাদদাতা জানান, রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রাকের ধাক্কায় মনিরুল ইসলাম শেখ নামে এক ভ্যান চালকের নিহত হয়েছে। তিনি বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর মধ্যপাড়া গ্রামের জিন্দার আলী শেখের ছেলে। গতকাল বুধবার সকালে বালিয়াকান্দি-রাজবাড়ি সড়কের বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের চর ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান খান জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, মীরসরাই গাড়ি চাপায় কুলসুমা আক্তার সুমাইয়া নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মস্তাননগর কাটাবিল এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত সুমাইয়া উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিন সোনাপাহাড় এলাকার বেলাল হোসেনের মেয়ে। সুমাইয়া হাজীশ্বরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী ছিলো। স্থানীয়রা জানায়, বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়ক পার হওয়ার সময় এই ঘটনা ঘটে। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক আবুল খায়ের জানান, শিক্ষার্থীকে চাপা দেওয়া গাড়িটি আটক করা হয়েছে। লাশ পরিবার কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটাস্থল পরিদর্শন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা জানান, দিনাজপুরের ফুলবাড়িতে ট্রাকের ধাক্কায় বাসযাত্রী নিহত হয়েছে। গতকাল বিকেল দিনাজপুর সড়কের বারাইহাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির পরিচয় মেলেনি। পুলিশ ও স্থানীয়দের ভাষ্য মতে, গতকাল বুধবার বিকেলে বগুড়া মেইলবাস ফুলবাড়ি থেকে দিনাজপুর অভিমুখে যাওয়ার পথে বারাইহাট এলাকায়, বিপরিত দিক থেকে আসা ট্রাক বাসকে ক্রস করার সময় বাসের পিছনের দিকে ডান পাশে ধাক্কা লাগে এসময় যাত্রীবাহী বাসের পিছনের ছিটে বসে থাকা যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। ফুলবাড়ি থানার ওসি মো. আশ্রাফুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘাতক গাড়িটি পালিয়ে গেছে। বাসটিকে থানা হেফাজতে নেয়া হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। এঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ